সমাজইসরায়েল
ইসরায়েলের সুপ্রিম কোর্টে প্রথম স্থায়ী মুসলিম বিচারক
২৬ ফেব্রুয়ারি ২০২২বিজ্ঞাপন
ইসরায়েলের ২০ শতাংশের বেশি নাগরিক আরব৷ তারা ইসরায়েলি-আরব হিসেবে পরিচিত৷ ২০০৩ সাল থেকে সুপ্রিম কোর্টে অন্তত একজন ইসরায়েলি-আরব বিচারক আছেন৷ তবে তারা সবাই খ্রিস্টান ছিলেন৷
এর আগে ১৯৯৯ সালে আবদেল রহমান জোয়াবি নামে একজন মুসলিম বিচারক সুপ্রিম কোর্টে নিয়োগ পেয়েছিলেন৷ কিন্তু তার মেয়াদ ছিল এক বছর৷
জাফায় জন্ম নেয়া খালেদ কাবুব তেল আভিভ বিশ্ববিদ্যালয় থেকে আইনের ডিগ্রি নিয়েছেন৷
ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাতের নানা বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি অনুষ্ঠিত হয়৷
১৫ জন বিচারক নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হয়৷ নিজে পদত্যাগ না করলে কিংবা তাদের সরিয়ে দেয়া না হলে বিচারকরা ৭০ বছর বয়স পর্যন্ত কাজ করতে পারেন৷
জেডএইচ/এসিবি (এএফপি)