ইসরায়েলে গ্রিফন শকুন রক্ষা
কিং জেমসের বাইবেলে ঈগল ভেবে অপবাদ দেয়া হয়েছে তাদের৷ আবার প্রাচীনকালে শকুনের ডানায় ধর্মের বাণী ছড়িয়ে পড়ার কল্পনা করতেন অনেকে৷ ইসরায়েলে চলছে বিলুপ্তির হাত থেকে গ্রিফন শকুন বাঁচানোর লড়াই...
মাত্র ১৮০
কমতে কমতে গ্রিফন শকুনের সংখ্যা মাত্র ১৮০ টিতে এসে ঠেকেছিল৷ নিশ্চিত বিলুপ্তির হাত থেকে বাঁচাতে তাই ইসরায়েলের দক্ষিণাঞ্চলের সদে বোকার-এ শুরু হয়েছে এই পাখি রক্ষা, বংশবৃদ্ধি এবং তাদের সম্পর্কে তথ্য সংগ্রহের উদ্যোগ৷
শকুনের খাবারের সুব্যবস্থা
শকুন যাতে খিদের কষ্ট না পায় সেদিকেও নজর আছে কর্তৃপক্ষের৷ একটা নির্দিষ্ট এলাকায় মাংসের টুকরো ছড়িয়ে দেয়া হয় তাদের জন্য৷ ক্ষুধা মেটাতে ‘ফুড স্টেশন’-এ উড়ে এসেছে এক গ্রিফন শকুন৷
‘আমাদের ডানার নীচে’
ইসরায়েলের নেচার অ্যান্ড পার্ক অথরিটির বিলুপ্তপ্রায় প্রাণী রক্ষার প্রকল্পের ম্যানেজার য়িগাল মিলারের কোলে এক গ্রিফন শকুন৷ ‘আমাদের ডানার নীচে’ নামের প্রকল্পের অংশ হিসেবে শকুন রক্ষায় কী কাজ করেন তা জানাতে গিয়ে য়িগাল বলেন, ‘‘আমরা শকুন ছানাদের পেলেপুষে বড় করি এবং বড় হলে প্রকৃতিতে ছেড়ে দেই৷
মুক্ত ডানায় ট্র্যাকিং ট্যাগ
প্রকৃতিতে ছেড়ে দেয়ার আগে ডানায় লাগিয়ে দেয়া হয় ট্যাগ৷ ওড়ার আগে ট্যাগ লাগানো দুই ডানা মেলেছে এক শকুন৷
ইসরায়েলে ঘৃণিত , মধ্যপ্রাচ্যে পাখির রাজা
মধ্যপ্রাচ্যের অনেক দেশে শকুনকে দেয়া হয়েছে ‘পাখির রাজা’র মর্যাদা, তবে ‘অশুভ’ ভেবে এই পাখিকে ঘৃণা করেন ইসরায়েলের অনেক মানুষ৷
ডিম পাড়া
ইসরায়েলের উত্তরাঞ্চলের হাইফা শহরের অদূরের কারমেল পাহাড়ে শকুনদের ডিম পাড়ার ব্যবস্থা করেছে হাই-বার নেচার রিজার্ভ৷
রক্ত নেয়া
পরীক্ষা-নিরীক্ষার জন্য শকুনের রক্ত নিচ্ছেন এক প্রাণিসংরক্ষণবিদ৷
বাচ্চা ফোটানো
জেরুসালেমের বিব্লিক্যাল জু-তে ডিম থেকে ফোটানো হয় বাচ্চা৷ য়িগাল মিলারের হাতে সদ্য ফোটা এক শকুন ছানা৷
বিশাল ডানা
শকুন ছানা বড় হয়েছে৷ সদে বোকারের আকাশে উড়ে যেতে বিশাল দুটো ডানা মেলেছে সে৷
ওজন করা
সদে বোকারে ওজন দেখার জন্য এক শকুনকে কোলে করে নিয়ে যাচ্ছেন য়িগাল মিলার৷
শকুনের বাসা
সদে বোকারের পাহাাড়ে নিজের ঘরের সামনে এক গ্রিফন শকূন৷
উচ্ছিষ্ট
সব প্রাণীর মাংস খায় শকুন৷ সদে বোকারের ফুড স্টেশনেও তাই নানা প্রাণির মাংস ছড়িয়ে দেয়া হয়৷ খাওয়া শেষ হলে পড়ে থাকে শুধু হাড়গোড়৷