যুদ্ধবিরতিতে ভাঙন
১৫ নভেম্বর ২০১৯সীমান্তের ওপার থেকে আসা রকেটের উত্তর দিতে ইসরায়েলের সামরিক বাহিনী শুক্রবার গাজায় অবস্থিত ইসলামিক জিহাদের একটি ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালায়৷ গাজা থেকে ইসরায়েলে পাঁচটি রকেট এসে পড়ে বলে জানিয়েছে তারা৷
কেন হঠাৎ বাড়ল সহিংসতা?
গাজায় ক্ষমতায় থাকা হামাস বরাবরই ইরান-সমর্থিত ইসলামিক জিহাদ ও ইসরায়েলের মধ্যকার এই লড়াই থেকে দূরে ছিল৷ ১২ বছর ধরে চলে আসছিল ‘ব্লকেড' বা অবরোধ৷ নিয়মিত বিরতিতে হামলা, পালটা হামলা চলার কারণে অর্থনৈতিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিল ফিলিস্তিনের গাজা অঞ্চল৷
মঙ্গলবার ইসরায়েলের হামলায় ইসলামিক জিহাদের এক কমান্ডার নিহত হলে নতুন করে হামলা, পালটা হামলাশুরু হয়৷
গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ইসরায়েলের হামলায় ৩৪ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ১১১ জন৷ নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে৷
এদিকে, অত্যাধুনিক ‘আয়রন ডোম' ব্যবস্থার সাহায্যে ইসলামিক জিহাদের ছোড়া ক্ষেপণাস্ত্রের সবকটিই ইসরায়েল নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে বলে জানা গেছে৷ ফলে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি৷
এসএস/জেডএইচ (এপি, রয়টার্স)