বাবা মায়ের কথা মনে পড়ে...
৯ আগস্ট ২০১৩ইদানীং ফেসবুকে বেশ সক্রিয় নাট্যাভিনেতা আফজাল হোসেন৷ রোমান্টিক চরিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত এই অভিনেতা ঈদের দিন ফেসবুক লিখেছেন তাঁর বাবার কথা৷ আফজাল লিখেছেন, ‘‘নামাজ শেষে খুৎবা চলছে৷ দুই ছেলে আমার দুইদিকে বসা৷ মসজিদের দানের বাক্স এগিয়ে আসছে৷ মনে পড়ে গেলো আব্বার কথা৷ ঠিক এইরকম আমরা দুই ভাই তাঁর বাম ডানে বসা থাকতাম৷ দানবাক্স সামনে এলে আব্বা পকেট থেকে টাকা বের করে আমাদের হাতে দিতেন, আমরা সে টাকা খুব আনন্দে ভাঁজ করে বাক্সের মধ্যে গুঁজে দিতাম৷''
এখন ছেলেদের নিয়ে ঈদের জামাতে অংশ নেন আফজাল হোসেন৷ নিজের ছেলেবেলা তিনি খুঁজে পান সন্তানদের মাঝে৷ আফজাল লিখেছেন, ‘‘এখন প্রতি ঈদে বাক্স সামনে এলে পকেট থেকে আমি টাকা বের করে ছেলেদের হাতে দেই, ওরা ঠিক আমাদের মতোই মন দিয়ে ভাঁজ করে বাক্সের মধ্যে গুঁজে দেয়৷ আব্বার কথা মনে পড়ে৷ মনে হয় আমিই আব্বা, আমার সন্তানদের মনে হয় বালক বেলার সেই দুই ভাই আমরা, আব্বার দুই পাশে বসে রয়েছি...৷''
ব্লগার বদিউজ্জামান মিলন ঈদের দিনে স্মরণ করলেন মায়ের কথা৷ নিজের কন্যার মাঝেই এখন মাকে খুঁজে পান তিনি৷ মিলন লিখেছেন, ‘‘একটু আগে আমার মেয়েটা এসে আমাকে বলল, বাবা তুমি মনে হয় আমার ওপরে রাগ করেছো৷ আমি আমার ছোট্টো মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে বললাম, না মা৷ আমি কি তোমার ওপর রাগ করতে পারি! তুমিই তো আমার সব৷ এক মা আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আরেক মা ঠিকই আমাকে বুকে টেনে নিয়েছে৷''
আরেক ব্লগার সি এস আহমেদ ঈদের নামাজ শেষে বাবার কবর জিয়ারত করেছেন৷ তিনি লিখেছেন, ‘‘আমি আজকে আব্বুর কবর জিয়ারাত করে এসে আম্মুকে বলেছি – আব্বু তোমাদের সবার জন্য ঈদ মুবারক বলেছেন৷ আমি জিয়ারাত করা মাত্রই ফেরেশতারা অনেক অনেক আয়োজন করেছে৷ আব্বু বাকী কবরবাসীকে বলছেন – দেখো আমার ছেলে – এই ঈদে আমার জন্য কত কিছু নিয়ে এসেছে৷ আমাকে সে ভুলে যায় নাই৷ নেন আপনারাও আমার সাথে শেয়ার করুন৷''
এভাবেই ঈদের দিন ফেসবুক, ব্লগে পিতামাতাকে স্মরণ করেছেন অনেকে৷ কেউ কেউ প্রকাশ করেছেন সন্তানের ছবি৷ সামহয়্যার ইন ব্লগের প্রতিষ্ঠাতা সৈয়দা গুলশান ফেরদৌস জানা ব্লগে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন৷ তিনি তাঁর ছোট্ট লেখার সঙ্গে প্রকাশ করেছেন কন্যা কিন্নরির কয়েকটি ছবি৷ ঈদ উপলক্ষ্যে বাবা মায়ের জন্য কেক তৈরি করেছে সে৷ জানা লিখেছেন, ‘‘বয়স মাত্র ৯ হলে কী হবে, দেশি-বিদেশি নানান খাবার তৈরি এবং বেকিং এ এক্কেবারে প্রথম সারির রন্ধন শিল্পী৷''
সংকলন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: সঞ্জীব বর্মন