উইকিলিক্স ও আসাঞ্জকে নিয়ে ছবি করবেন স্পিলব্যার্গ
৩ মার্চ ২০১১উইকিলিক্সের ঝুলিতে থাকা নানা মূল্যবান তথ্য-উপাত্ত জনসম্মুখে তুলে ধরার কাজ করে আসছে মূলত পাঁচটি প্রধান গণমাধ্যম৷ এগুলোর মধ্যে ‘দ্য গার্ডিয়ান' অন্যতম৷ গার্ডিয়ান ইতিমধ্যে উইকিলিক্সের গোপন তথ্য ভাণ্ডার তৈরি ও প্রকাশের রোমাঞ্চকর ঘটনাসমূহ এবং এসব কিছুর মূল নায়ক আসাঞ্জের বিতর্কিত জীবন কাহিনী নিয়ে একটি বই প্রকাশ করেছে৷
তবে এই বইয়ের স্বত্বাধিকারী এখন আর গার্ডিয়ান নয়৷ এই বইয়ের উপর ভিত্তি করে ছবি তৈরির লক্ষ্যে এটির স্বত্ব কিনে নিলেন হলিউডের বিখ্যাত পরিচালক ও প্রযোজক স্টিভেন স্পিলব্যার্গ৷ ফলে উইকিলিক্স আর আসাঞ্জকে ঘিরে বড় পর্দার ছবিটি তৈরি হতে যাচ্ছে ‘ড্রিমওয়ার্কস' থেকে৷ স্পিলব্যার্গ ও তাঁর কিছু সহকর্মী মিলে ১৯৯৪ সালে প্রতিষ্ঠা করেন এই স্টুডিওটি৷
এদিকে, আসাঞ্জকে যখন নায়কোচিত মূর্তি দেওয়ার এই তোড়জোড়, তখন নিজের জীবন বাঁচানোর প্রচেষ্টায় মরিয়া এই গল্পের নায়ক৷ কারণ একাধিক ধর্ষণ মামলার বিচারের জন্য যুক্তরাজ্য আসাঞ্জকে সুইডেনের কাছে তুলে দেবে কি না - তা নিয়ে আদালতে লড়াই চলছে৷ সুইডেনের কাছে হস্তান্তরের পক্ষে ইতিমধ্যে দেওয়া আদালতের একটি রায়ের বিরুদ্ধে আবেদনের প্রস্তুতি নিচ্ছেন আসাঞ্জ৷ তবে তথ্য প্রযুক্তি জগতের এই তারকার আশঙ্কা, সুইডেনের কাছে তাঁকে হস্তান্তর করা হলে সুইডেন তাঁকে অ্যামেরিকার হাতে তুলে দেবে৷
আর এর পরের অধ্যায় হতে পারে বেশ অন্ধকার৷ সেখানে মৃত্যুদণ্ডের আশঙ্কা করছেন আসাঞ্জ এবং তাঁর আইনজীবীরা৷ ফলে রহস্যঘেরা অতীত নিয়ে হঠাৎ আত্মপ্রকাশ করা আসাঞ্জের আগামীর দিনগুলোও হতে পারে বেশ রহস্যময় আর রোমাঞ্চকর৷ তাই এমন একটি ছবির প্রতীক্ষায় বেশ আগ্রহ নিয়েই পথ চেয়ে রয়েছে বিশ্ব৷
প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক