জার্মানিকে যুক্তরাষ্ট্রের চাপ
১ ডিসেম্বর ২০১৭গত বুধবার দূর পাল্লার আন্ত মহাদেশীয় ব্যালেস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া৷ উত্তর কোরিয়ার দাবি, এই মিসাইল অ্যামেরিকা মহাদেশের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম৷
এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র বিশ্বের সকল দেশের প্রতি উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানায়৷ যুক্তরাষ্ট্র মনে করে, জার্মানিরও উচিত পিয়ংইয়ং থেকে রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেয়া৷ এ মুহূর্তে জার্মানি ছাড়াও সুইডেন, ব্রিটেন, ভারত, পাকিস্তান পোল্যান্ডসহ আরো কিছু দেশের কূটনৈতিক প্রতিনিধি রয়েছে৷
বুধবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হিদার নাউয়ার্ট জানান, তাঁর সরকার মনে করে, উত্তর কোরিয়াকে পারমাণবিক কর্মসূচি থেকে বিরত রাখতে সব দেশের উচিত দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা৷ এর পাশাপাশি সব দেশের প্রতি উত্তরকোরীয় কোনো নাগরিককে ‘অতিথি কর্মী’ হিসেবে কাজ করার সুযোগ না দেয়ার আহ্বানও জানিয়েছে যুক্তরাষ্ট্র৷
জার্মানির পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি৷
জার্মানির পুনরেকত্রীকরণের আগে পূর্ব জার্মানির সঙ্গে উত্তর কোরিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল৷ পুনরেকত্রীকরণের পর সেই ধারা বজায় রেখেই কমিউনিস্ট শাসিত এশীয় দেশটির সঙ্গে সম্পর্ক ভালো রেখেছে জার্মানি৷
বিশ্লেষকরা মনে করেন, কৌশলগত কারণেই জার্মানির এখন উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা উচিত হবে না৷ সিডিইউ দলের নেতা ইয়্যুর্গেন হার্ড্ট মনে করেন, পিয়ংইয়ং থেকে জার্মানি রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনলে উত্তর কোরিয়া সংকট নিরসনে কূটনৈতিক তৎপরতা চালানোর বিষয়টি পূরোপুরি রাশিয়া আর চীনের নিয়ন্ত্রণে চলে যাবে৷ তাঁর মতে, দেশ দু'টির ওপর এতটা আস্থা রাখা ঠিক হবে না৷
রেবেকা স্টাউডেনমায়ার/ এসিবি