এই শতাব্দীর সবচেয়ে ভয়াবহ সব ভূমিকম্প
সোমবার ভোরে সিরিয়া ও তুরস্কে ৭.৮ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত ২,৩০০-র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন৷ ছবিঘরে এই শতাব্দীতে বিশ্বে ঘটে যাওয়া ভয়াবহ সব ভূমিকম্পের তথ্য থাকছে৷
৬ ফেব্রুয়ারি, ২০২৩, সিরিয়া ও তুরস্ক
সোমবার ভোরে সিরিয়া ও তুরস্কে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে৷ এতে এখন পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় ২,৩০০-র বেশি মানুষ মারা গেছেন৷
১৪ আগস্ট, ২০২১, হাইতি
হাইতির দক্ষিণাঞ্চলে ৭.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ২,২০০র বেশি মানুষ প্রাণ হারান৷ প্রায় ১৩ হাজার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল৷
২৮ সেপ্টেম্বর, ২০১৮, ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়ার সুলাওয়েসিতে ৭.৫ মাত্রার ভূমিকম্পের কারণে প্রায় দেড় মিটার উঁচু সুনামি হয়েছিল৷ প্রাণ হারান চার হাজার ৩০০ জনের বেশি মানুষ৷
১ নভেম্বর, ২০১৭, ইরান
পূর্বাঞ্চলীয় কেয়ারমানশাহ রাজ্যে ৭.৩ মাত্রা ভূমিকম্পে চারশর বেশি মানুষ নিহত হয়েছিলেন৷
১৯ সেপ্টেম্বর, ২০১৭, মেক্সিকো
মধ্য মেক্সিকোতে ৭.১ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ৩৬৯ জন প্রাণ হারান৷
২৪ আগস্ট, ২০১৬, ইটালি
রোমের পূর্বে পাহাড়ি এলাকায় ৬.২ মাত্রার ভূমিকম্পে প্রায় ৩০০ জন নিহত হয়েছিলেন৷
১৬ এপ্রিল, ২০১৬, ইকুয়েডর
দেশটির প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় এলাকায় ৭.৮ মাত্রার ভূমিকম্পে সাড়ে ছয়শর বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন৷
২৬ অক্টোবর, ২০১৫, পাকিস্তান-আফগানিস্তান
৭.৫ মাত্রার ভূমিকম্পে দুই দেশ মিলিয়ে প্রায় চারশ জন প্রাণ হারান৷
২৫ এপ্রিল, ২০১৫, কাটমান্ডু, নেপাল
৭.৯ মাত্রার ভূমিকম্প প্রায় নয় হাজার মানুষের প্রাণ কেড়ে নেয়৷ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কাটমান্ডু থেকে ৮০ কিলোমিটার পশ্চিমে৷
১১ মার্চ, ২০১১, ফুকুশিমা, জাপান
৯ মাত্রার ভূমিকম্প থেকে সৃষ্ট সুনামি ও তারপর পারমাণবিক কেন্দ্রে বিপর্যয়ের ঘটনায় প্রায় ২১ হাজার মানুষের মৃত্যু হয়৷
১২ ডিসেম্বর, ২০১০, পোর্ট অফ প্রিন্স, হাইতি
৭.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে৷ এতে কমপক্ষে তিন লক্ষ ২০ হাজার মানুষ নিহত হয়৷ আহত হয় প্রায় তিন লক্ষ মানুষ৷ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল হাইতির রাজধানী পোর্ট অফ প্রিন্স থেকে প্রায় ২৫ কিলোমিটার পশ্চিমে৷
১২ মে, ২০০৮, সিচুয়ান, চীন
৭.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানলে প্রায় ৯০ হাজার মানুষ মারা যায়৷ এতে ৫০ লক্ষেরও বেশি ভবন ধসে পড়ে৷ নিহতদের বেশিরভাগই ধসে যাওয়া ভবনের নীচে পড়ে প্রাণ হারায়৷
২৬ মে, ২০০৬, ইয়োগিয়াকার্টা, ইন্দোনেশিয়া
২০০৬ সালের ৬.৩ মাত্রার ভূমিকম্পে প্রায় ৫,৮০০ মানুষের প্রাণ যায়৷ আহত হয় প্রায় ৩৬ হাজার৷
৮ অক্টোবর, ২০০৫, কাশ্মীর, পাকিস্তান
৭.৬ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ৭৩ হাজার মানুষ প্রাণ হারায়৷ এছাড়া ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রায় ১,৩০০ জন এবং আফগানিস্তানেও বেশ কয়েকজন নিহত হয়৷
২৬ ডিসেম্বর,২০০৪, আচে, ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উপকূলে সমুদ্রগর্ভে সংঘটিত ৯.১ মাত্রার ভূমিকম্প যে সুনামির অবতারণা ঘটায়, তাতে ১৪ দেশের প্রায় দুই লাখ ৩০ হাজার মানুষ প্রাণ হারায়৷
২৬ ডিসেম্বর, ২০০৩, বাম, ইরান
৬.৬ মাত্রার একটি ভূমিকম্পে ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হন৷ আহতের সংখ্যা ছিল প্রায় ৩০ হাজার৷
২৬ জানুয়ারি, ২০০১, গুজরাট, ভারত
গুজরাটে ৭.৯ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারায় ২০ হাজারেরও বেশি মানুষ৷