1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

একই ভূরাজনৈতিক দ্বন্দ্বে দক্ষিণ কোরিয়া-জার্মানি

৯ মে ২০২৩

দুই দেশেরই বেশ ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক রয়েছে চীনের সঙ্গে। দুই দেশই নিজেদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল। বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা এই দুই দেশের জন্যই চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে।

https://p.dw.com/p/4R6NV
বড় বাণিজ্য অংশীদারদের একটি হিসাবে দক্ষিণ কোরিয়া এবং জার্মানির ওপর চীনের বড় ধরনের অর্থনৈতিক প্রভাব রয়েছে।
বড় বাণিজ্য অংশীদারদের একটি হিসাবে দক্ষিণ কোরিয়া এবং জার্মানির ওপর চীনের বড় ধরনের অর্থনৈতিক প্রভাব রয়েছে।ছবি: Kira Hofmann/photothek/picture alliance

দুই দেশের মধ্যে ভৌগলিক দূরত্ব আট হাজার কিলোমিটারের বেশি হলেও দুই দেশের রয়েছে অভিন্ন মূল্যবোধ। পাশাপাশি দুই দেশেরই রয়েছে ভাঙনের অভিজ্ঞতা।

১৯৪৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী শক্তি জার্মানিকে পূর্ব-পশ্চিমে বিভক্ত করে। ১৯৫০ থেকে ১৯৫৩ সালের কোরিয়ান যুদ্ধের ফলে কোরীয় উপদ্বীপও উত্তর এবং দক্ষিণে বিভক্ত হয়।

পরবর্তী দশকগুলোতে পশ্চিম জার্মানি এবং দক্ষিণ কোরিয়া অর্থনীতির দ্রুত সম্প্রসারণ এবং গণতন্ত্রীকরণের প্রক্রিয়ার দিকে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে আন্তর্জাতিক রাজনীতিতে স্থিতাবস্থাও দেশ দুটির দ্রুত উন্নতিতে ভূমিকা রাখে।

১৯৮৯ সালে গণতান্ত্রিক পশ্চিম এবং কমিউনিস্ট পূর্বের মধ্যে বিভাজনের প্রতীক বার্লিন প্রাচীরের পতন হয়, ১৯৯০ সালের ৩ অক্টোবর জার্মানির পুনর্মিলনের পথ প্রশস্ত করে।

কোরীয় উপদ্বীপ অবশ্য এখনও বিভক্তই রয়ে গেছে।

১৪০ বছরের বন্ধুত্বের উদযাপন

বার্লিন এবং সৌল এই বছর কূটনৈতিক সম্পর্কের ১৪০ বছর উদযাপন করছে। পাশাপাশি জার্মানিতে হাজার হাজার কোরিয়ান খনি শ্রমিক এবং নার্সদের অস্থায়ী কর্মসংস্থান নিশ্চিত করা একটি নিয়োগ চুক্তির ৬০তম বার্ষিকীও হচ্ছে ২০২৩ সালে।

জার্মানিতে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম হং-কিউন ডয়চে ভেলেকে বলেছেন, "এই অভিন্ন ঐতিহাসিক অভিজ্ঞতার ভিত্তিতে কোরিয়া এবং জার্মানি রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি এবং জনগণের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে পরস্পরকে আরও সহযোগিতা করবে।"

জার্মান পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র ডয়চে ভেলেকে বলেন, জার্মানি দক্ষিণ কোরিয়ার সাথে তার সম্পর্ক এবং দুই দেশের অভিন্ন ইতিহাসকে ব্যাপক গুরুত্ব দেয়। তিনি বলেন, "দক্ষিণ কোরিয়া জার্মানির একটি গুরুত্বপূর্ণ অংশীদার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ সমমনা কণ্ঠস্বর।"

চীনের ওপর নির্ভরশীলতা নিয়ে উদ্বেগ

দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে বাণিজ্য এবং বিনিয়োগ প্রাধান্য পেলেও দিনদিন সম্পর্কের ক্ষেত্রে নিরাপত্তা বিবেচনাও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। দুই পক্ষই জরুরি অবকাঠামো, সরবরাহে বৈচিত্র্য আনা, সাইবার নিরাপত্তা এবং জ্বালানি নিরাপত্তাসহ অন্যান্য বিষয়ের উপর তাদের মনোযোগ বেড়ে চলেছে।

মার্চে জার্মানির অভ্যন্তরীণ ফেডারেল গোয়েন্দা সংস্থা এবং দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা প্রথমবারের মতো উত্তর কোরিয়ার হ্যাকার ইউনিট "কিমসুকি" এর আক্রমণ নিয়ে সতর্কতা জারি করে একটি যৌথ প্রতিবেদন প্রকাশ করে।

দ্বিপাক্ষিক সম্পর্কের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোর গুরুত্ব বাড়ার পেছনে আরেকটি কারণ হচ্ছে চীনের ক্রমবর্ধমান শক্তি এবং এর আরও আগ্রাসী বৈদেশিক নীতি।

বিশ্বব্যাংকের তথ্য অনুসারে চীনের বাজারে জার্মানি নিজের উৎপাদনের প্রায় ৮ শতাংশ রপ্তানি করে। দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে এই হার আরো বড়। দেশটির পুরো রপ্তানি পণ্যের এক চতুর্থাংশই চীনের বাজারে যায়।

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার প্রভাব

বড় বাণিজ্য অংশীদারদের একটি হিসাবে দক্ষিণ কোরিয়া এবং জার্মানির ওপর চীনের বড় ধরনের অর্থনৈতিক প্রভাব রয়েছে।

উদাহরণস্বরূপ, ২০১৭ সালে সৌল উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলায় অ্যামেরিকার তৈরি থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে সম্মত হয়েছিল দক্ষিণ কোরিয়া। কিন্তু এই পদক্ষেপটির কারণে চীন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। দেশটির উদ্বেগ ছিল যে থার্ড সিস্টেমের শক্তিশালী রাডার চীনের সামরিক কার্যকলাপের ওপর গুপ্তচরবৃত্তি করতে কাজে ব্যবহার করা হতে পারে।

এর প্রতিক্রিয়ায় চীন যে পালটা ব্যবস্থা নেয় তাতে দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকটি সংস্থার জন্য দীর্ঘস্থায়ী ক্ষতি বয়ে আনে। বিশেষ করে কয়েক দশকের চেষ্টায় চীনের বাজারে কৌশলগত অবস্থান তৈরি করা লোটে গ্রুপের অবস্থান মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়।

এই ঘটনার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নিরাপত্তা নির্ভরতা এবং করে চীনের ওপর অর্থনৈতিক নির্ভরতা নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছে দক্ষিণ কোরিয়া এবং জার্মানি।

রোডিওন এবিগহাউজেন/এডিকে