বানরের কারণে বিদ্যুৎবিভ্রাট!
২৬ জুন ২০১৬ছোট কোনো এলাকা বা শহর নয়, পুরো দেশ অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছিল ঐ বানরের কারণে৷ হ্যাঁ ঘটনাটি ঘটেছিল কেনিয়ার রাজধানী নাইরোবি থেকে ১৮০ কিলোমিটার দূরে৷ সেখানে একটি হাইড্রো পাওয়ার প্ল্যান্ট বা পানি বিদ্যুৎ চুল্লীর ট্রান্সফর্মারে বিস্ফোরণ ঘটিয়ে ফেলে বানরটি৷ এতে গ্রিডে ১৮০ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি দেখা দেয়৷
কেনিয়ার ইলেকট্রিসিটি জেনারেটিং কোম্পানি কেনজেন জানায়, গিতারু পানি বিদ্যুৎ কেন্দ্রে ঘটনাটি ঘটে ৮ জুন সকাল ১১টায়৷ তারা জানায়, একটি বানর বিদ্যুৎ কেন্দ্রের ছাদে উঠে ট্রান্সফর্মারের উপর লাফিয়ে পড়ে৷ বানরটি বেঁচে গেলেও ততক্ষণে যা হওয়ার তাই হয়েছে৷ ট্রান্সফর্মার বিস্ফোরিত হওয়ায় যন্ত্রগুলো বন্ধ হয়ে যায়, সেইসাথে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ উৎপাদন৷ ফলে ১৮০ মেগাওয়াটেরও বেশি বিদ্যুতের ঘাটতি দেখা দেয়৷ আর ফলাফল দেশজুড়ে লোডশেডিং৷
বেশ কয়েক ঘণ্টা বিদ্যুৎ না থাকার ফলে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়৷ বিভিন্ন খাতে উৎপাদন বন্ধ হয়ে যায়৷ নষ্ট হয়ে যায় অনেক দ্রব্য-পণ্য৷ কেনজেন জানায়, নিরাপত্তা সত্ত্বেও বন্য প্রাণী কিভাবে সেখানে ঢুকে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে৷ আর বিদ্যুৎ কেন্দ্রে বন্য প্রাণীদের চলাফেরা রোধে তারা আরো কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছে৷
এপিবি/ডিজি (এপি, এফপি, ডিপিএ, রয়টার্স)
এমন মজার একটা প্রতিবেদন আপনাদের কেমন লাগলো? জানান আমাদের, লিখুন নীচের ঘরে৷