1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্থিরতা রাজপথ ছাড়িয়ে অনলাইনে

৫ ফেব্রুয়ারি ২০১৫

বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা রাজপথ ছাড়িয়ে অনলাইনে পৌঁছে গেছে অনেকে আগেই৷ রাজনৈতিক দলগুলোর অনলাইন অ্যাক্টিভিস্টরা সক্রিয় নিজ নিজ দলের এজেন্ডা বাস্তবায়নে৷

https://p.dw.com/p/1EWBG
Proteste in Dhaka Bangladesch 24.12.2014
ফাইল ফটোছবি: AFP/Getty Images

ডয়চে ভেলের এক প্রতিবেদনে বুধবার জানানো হয়েছিল #স্টেপডাউনহাসিনা এবং #এরেস্টখালেদাজিয়া হ্যাশট্যাগের কথা৷ অনলাইন হ্যাশট্যাগ বিষয়ক সাইটগুলো জানাচ্ছে বৃহস্পতিবার বাংলাদেশে ট্রেন্ড করেছে #এক্সট্রাজুডিশিয়ালকিলিং এবং #ভায়োলেন্স হ্যাশট্যাগ দু'টি৷

প্রথম হ্যাশট্যাগটি মূলত নিরাপত্তা বাহিনীর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং নির্যাতনের কথা তুলে ধরতে ব্যবহার করা হচ্ছে৷ হ্যাশট্যাগটি নিরাপত্তা বাহিনীর দমনপীড়নের ভয়াবহতা তুলে ধরলেও একইসঙ্গে এটি রাজনৈতিকভাবেও ব্যবহার হচ্ছে৷

আর #ভায়োলেন্স হ্যাশট্যাগটি ব্যবহার করে তুলে ধরা হচ্ছে দুর্বৃত্তদের পেট্রলবোমা হামলায় পুড়ে যাওয়া মানুষের দেহ৷ রাজনীতির আগুনে ঝলসে যাওয়া এসব মানুষের ছবি বাংলাদেশের রাজনীতির নোংরাতম দিকটি তুলে ধরছে৷ হ্যাশট্যাগ ব্যবহারকারীরা এসব হামলার জন্য বিএনপি এবং জামায়াতকে দায়ী করছেন৷

উল্লেখ্য বাংলাদেশে গত একমাস ধরে চলা রাজনৈতিক অস্থিরতায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ৬১ ব্যক্তি৷ তা সত্ত্বেও অস্থিরতা প্রশমনের কোন উদ্যোগ এখনো দেখা যাচ্ছে না৷

সংকলন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য