একদিকে মৃত্যুর মিছিল, অন্যদিকে সাড়ম্বরে দূতাবাস উদ্বোধন
জেরুসালেমে মার্কিন দূতাবাস উদ্বোধনের দিনটি মধ্যপ্রাচ্যের ইতিহাসে আরেকটি কালো দিন হয়ে থাকলো৷ এর প্রতিবাদ করতে গিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে গাজা-ইসরায়েল সীমান্তে এ পর্যন্ত ৫৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন৷ আহত প্রায় ২৫০০৷
বিক্ষোভ ও গণজমায়েত
‘গ্রেট মার্চ অফ রিটার্ন’ আন্দোলনের অংশ হিসাবে গাজার শাসনক্ষমতায় থাকা হামাসের নেতৃত্বে ফিলিস্তিনিরা গত ছয় সপ্তাহ ধরে সীমান্তে বিক্ষোভ করে আসছে৷ সোমবার ৪০ হাজার ফিলিস্তিনি ১৩টি স্থানে বিক্ষোভে অংশ নিয়েছে বলে জানিয়েছে ইসরায়েল৷
ইসরায়েলের পদক্ষেপ
বরাবরের মতোই ফিলিস্তিনিদের বিক্ষোভে ইসরায়েলের সেনাবাহিনী গুলি চালায়৷ বিক্ষোভরত নিরস্ত্র ফিলিস্তিনিদের সাথে শুরু হয় অসম লড়াই৷
ধোঁয়া এবং সংঘর্ষ
দিনভর চলে লড়াই৷ ইন্তিফাদার ইতিহাসের রক্তাক্ত দিনটিতে ৫৮ জন প্রাণ হারান৷ আহত হন শত শত৷ নারীরা অংশ নিতে থাকেন জাতীয় মুক্তি ও ভূমি অধিকারের এ লড়াইয়ে৷
মৃতের তালিকায় শিশু ও প্রতিবন্ধী
দূতাবাস উদ্বোধনের আগ দিয়ে গাজা সীমান্তে ক্ষোভে ফেটে পড়ে ফিলিস্তিনিরা৷ সংঘর্ষে নিহতদের মধ্যে ১৮ বছরের কম বয়সী ৬ শিশু আছে এবং হুইলচেয়ারে চলাফেরা করা এক ব্যক্তিও আছেন৷
বিদায়
চোখের জলে সহযোদ্ধারা বিদায় দিচ্ছেন নিহত এক ফিলিস্তিনিকে৷
স্বজনহারা
ছবিটি গাজা উপত্যকার এক ফিলিস্তিনির দাফনের সময় তোলা৷ ইসরায়েলের সেনাদের গুলিতে নিহত ওই ফিলিস্তিনির নাম মাহমুদ আবু তাইমা৷ স্বজনরা মুষড়ে পরেছেন তাইমার মৃত্যুতে৷
শুভ উদ্বোধন!
একদিকে চলছে রক্তপাত অন্যদিকে জেরুসালেমে সাজসাজ রবে উদ্বোধন হচ্ছে অ্যামেরিকার দূতাবাস৷
সজ্জা ও পতাকা
ফিলিস্তিনের বিক্ষোভের পতাকার বিপরীতে সাজানো-গোছানো জেরুসালেমের রাস্তা৷
শোভাযাত্রা
মোটর সাইকেল শোভাযাত্রাও ছিল জেরুজালেমে অ্যামেরিকার দূতাবাস উদ্বোধনের দিন৷
দূতাবাসে ট্রাম্পকন্যা
অনুষ্ঠানে যোগ দিতে ইসরায়েলে যান অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ও তাঁর স্বামী জারেড কুশনার৷ দু’জনই হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা৷