বিদেশিদের সম্মাননা
১৫ ডিসেম্বর ২০১২বিদেশি ৬০ জন ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠানকে এবার মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা দেয়া হল৷ ভারত, নেপাল, শ্রীলংকা, পাকিস্তান, অষ্ট্রেলিয়া, সুইডেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের এই নাগরিকরা মুক্তিযুদ্ধের সময় নানাভাবে বাংলাদেশকে সহায়তা করেছেন৷ তাদের কেউ এ কারণে নিজ দেশে কারাবরণ করেছেন৷ শিকার হয়েছেন নির্যাতনের৷ পাকিস্তানের সাঈদ আসিফ তাদের একজন৷ তিনি নিজ দেশে নির্যাতনের শিকার হয়েছিলেন৷ সম্মাননা পাওয়ার পর বললেন, একাত্তরে যে নির্মম গণহত্যা এবং নির্যাতন হয়েছে তার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া উচিত৷ আর নেপালের রাজনীতিবিদ অর্জুন নরসিংহ বাংলাদেশে গণহত্যার প্রতিবাদ জানানোয় তাঁকে ৯ মাস কারাগারে থাকতে হয়েছিল৷
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সবার হাতে সম্মাননা তুলে দিয়ে বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে তাদের অবদানের কথা এই জাতি কোনোদিন ভুলবেনা৷ তিনি বলেন, স্বাধীনতার পর এখন বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করছে৷ এই যুদ্ধেও তিনি তাদের সহায়তা চান৷ আর বাংলাদেশের এই বিদেশি বন্ধুরাও সহযোগিতার আশ্বাস দেন৷ তারা বাংলাদেশের স্বাধীনতার জন্য বাংলাদেশর মানুষকে শ্রদ্ধা আর অভিনন্দন জানান৷ ভারতের জগদিশ শর্মা বলেন এদেশের মানুষ প্রকৃত বীর৷
আর আগে ৩ দফার আরো ১৪৫ জনকে বিদেশি মুক্তিযুদ্ধে অবদানের জন্য সম্মাননা জানান হয়েছিল৷ আর এই সম্মাননা জানান হবে প্রতিবছর৷ এবারের অনুষ্ঠানে ভারতের শিল্পী মান্না দের পক্ষে এসেছেন তার ভাইয়ের ছেলে সুদিব দে৷ তিনি জানান বাংলাদেশের মুক্তির জন্য তাঁর গানের কথা৷