একুশে বইমেলায় প্রতিবন্ধীদের জন্য বই
১৭ ফেব্রুয়ারি ২০০৯আর এই বইগুলোর প্রতি প্রতিবন্ধী ছাড়াও অন্যদের আগ্রহেরও কমতি নেই৷ ঔৎসুক্য থেকেও অনেকে বিশেষ ধরনের এই বই সংগ্রহ করছেন৷
বিশ্ব সাস্থ্য সংস্থার হিসাব মতে দেশের মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ প্রতিবন্ধী৷ আর এদের মধ্যে যারা দৃষ্টি ও বাক প্রতিবন্ধী – তারাই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত৷ বিশেষ করে লেখাপড়ায় তাঁরা থাকেন পিছিয়ে৷
তবে এবারের বইমেলায় প্রতিবন্ধীদের জন্যও এসেছে বিশেষ কিছু বই৷ প্রতিবন্ধীদের জন্য দেশে এবারই প্রথম ব্রেইল পদ্ধতিতে ছড়ার বই প্রকাশ করা হয়েছে৷ আগামীতে উপন্যাসের মত বিষয়ও তাদের পাঠ-উপযোগী হয়ে আসবে বলে জানিয়েছেন প্রকাশকরা৷ অপেক্ষা কেবল সময়ের৷ আর মেলায় এধরনের বই আসায় বেজায় খুশী দৃষ্টি ও বাক প্রতিবন্ধীরা৷
কেবল সাহিত্য নয় শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিষয়ক বইও গুরুত্বের সাথে মেলায় আনা উচিত – বলে মনে করেন চিকিৎসক ডা. অরূপ রতন চৌধুরী৷
সবার আশা, সকল ধারা মিলুক একই ধারায় – পাঠন-পঠনের মধ্য দিয়ে সমাজের সব সুবিধা পৌঁছে যাবে সবার সীমানায়৷ তবেই অন্যরকম সক্ষমরাও হয়ে উঠবে সমাজ পরিবর্তনের অংশীদার৷