1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক বছরে অ্যাঞ্জেলিনা জোলির আয় তিন কোটি ডলার

৭ জুলাই ২০১১

হলিউড অভিনেত্রীদের মধ্যে গত এক বছরে সবচেয়ে বেশি আয় করেছেন অ্যাঞ্জেলিনা জোলি এবং সারাহ জেসিকা পার্কার৷ তাদের পরেই রয়েছেন জেনিফার অ্যানিস্টন এবং রিজ উইদারস্পুন৷

https://p.dw.com/p/11qbe
Florian Henckel von Donnersmarck, Angelina Jolie und Johnny Depp. Photocall zum Kinofilm THE TOURIST im Hotel Adlon. Berlin 14.12.2010
দ্য টুরিস্ট ছবির প্রধান চরিত্র এবং পরিচালকের সাথে জোলিছবি: picture-alliance/Geisler-Fotopress

গত বছরের মে মাস থেকে এই বছরের মে মাস পর্যন্ত জোলি এবং পার্কার ছবি থেকে আয় করেছেন তিন কোটি ডলার করে৷ আপাতত এটাই এখন পর্যন্ত বাকি অভিনেত্রীদের মধ্যে সর্বোচ্চ৷ এই বছর অ্যাঞ্জেলিনা জোলির ‘সল্ট' এবং ‘দ্য টুরিস্ট' মুক্তি পেয়েছে৷ পরেরটিতে তিনি অভিনয় করেছেন জনি ডেপ এর সঙ্গে৷ ‘সল্ট' মোটামুটি ব্যবসা করলেও ‘দ্য টুরিস্ট' ছবিটি শুরুর দিকে মনে হচ্ছিল ফ্লপ করবে, কিন্তু পরে দেখা যায় বেশ সাড়া ফেলেছে সিনেমা হলগুলোতে৷ শেষ পর্যন্ত ২৮ কোটি ডলার আয় করেছে ছবিটি৷ আর জোলিরও পকেট ভারি হয়েছে তার ফলে৷

অন্যদিকে ‘সেক্স অ্যান্ড দ্য সিটি' তারকা সারাহ জেসিকা পার্কার তাঁর জনপ্রিয় সিরিজটি থেকেই বেশি আয় করছেন৷ গত বছরে এই সিরিজের প্রথমটির চেয়ে দ্বিতীয় ছবিটি বেশ সাড়া ফেলে৷ তাদের পরেই রয়েছেন জেনিফার অ্যানিস্টন এবং অস্কার বিজয়ী অভিনেত্রী রিজ উইদারস্পুন৷ দু'জনেরই আয় দুই কোটি আশি লাখ ডলার করে৷ বিগত ২০০৯ সালে অ্যানিস্টনের করা ‘ম্যানেজমেন্ট' ছবিটি দশ লাখ ডলারও আয় করতে পারেনি, কিন্তু পরের ‘দ্য বাউন্টি হান্টার' ছবিটি বেশ সাড়া ফেলে৷ এছাড়া তার নতুন ছবি ‘জাস্ট গো' থেকেও বেশ ভালো পয়সা কামিয়েছেন এই অভিনেত্রী৷

The Tourist ist ein US-amerikanischer Thriller des deutschen Regisseurs und Oscar-Preisträgers Florian Henckel von Donnersmarck mit Angelina Jolie und Johnny Depp in den Hauptrollen. Der Film hatte am 7. Dezember 2010 in New York Weltpremiere[1] und erschien am 16. Dezember 2010 in den deutschen Kinos. Der Film ist ein Remake des französischen Thrillers Anthony Zimmer (alternativ: Fluchtpunkt Nizza) von Regisseur Jérôme Salle (schrieb auch das Drehbuch) aus dem Jahr 2005, mit Sophie Marceau und Yvan Attal in den Hauptrollen.
দ্য টুরিস্ট ছবির একটি দৃশ্যছবি: kinowelt

পঞ্চম স্থানে রয়েছেন অস্কার বিজয়ী তারকা জুলিয়া রবার্টস৷ সম্প্রতি টম হ্যাংকস এর সঙ্গে করা তার ‘ল্যারি ক্রোন' মুক্তি পেয়েছে৷ যদিও ছবিটি এখন পর্যন্ত খুব বেশি সুবিধা করতে পারেনি৷ কিন্তু জুলিয়া রবার্টস বলে কথা, তাই তার চেকটি বরাবরই অন্যদের চেয়ে ভারি হয়৷ গত এক বছর আয় করেছেন তিনি দুই কোটি ডলার৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান