এখনো মোদীর মধ্যস্থতা চায় ইউক্রেন
৩১ মার্চ ২০২২ভারতের টেলিভিশন চ্যানেল এনডিটিভি-কে দেয়া সাক্ষাৎকারে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী কুলেবা বলেছেন, ''ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট পুটিনের মধ্যস্থ হিসাবে নরেন্দ্র মোদী কাজ করতে পারেন। মোদী চাইলেই এই ভূমিকা নিতে পারেন। আমরা তাকে স্বাগত জানাব।''
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ''আমরা মোদীকে অনুরোধ করছি, তিনি যেন পুটিনের সঙ্গে তার ভালো সম্পর্ককে কাজে লাগান। তিনি পুটিনকে বুঝিয়ে যুদ্ধ থামাবার ব্যবস্থা করুন।'' পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, রাশিয়ায় একমাত্র পুটিনই সব সিদ্ধান্ত নেন। তাই তার সঙ্গে সরাসরি কথা বলাটা জরুরি। তার সঙ্গে কথা বলে যুদ্ধ থামানোর ব্যবস্থা করুন মোদী। সারা বিশ্বে একমাত্র পুটিনই যুদ্ধ চাইছেন।
কুলেবা সাক্ষাৎকারে জানিয়েছেন, ইউক্রেন হলো ভারতীয় জিনিসের নির্ভরযোগ্য গ্রাহক। আর ইউক্রেন বরাবর ভারতকে সূর্যমুখী তেল , দানাশস্য ও অন্য জিনিস সরবরাহ করে এসেছে।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর আশা, ভারত তাদের সমর্থন করবে। এখনো পর্যন্ত ভারত প্রকাশ্যে কাউকেই সমর্থন করেনি। তারা জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে প্রস্তাবে ভোটদানে বিরত থেকেছে।
কুলেবা ইউক্রেনে ভারতীয় ছাত্রের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। তিনি বলেছেন, রাশিয়া ট্যাঙ্ক ও বিমান নিয়ে হামলা করার আগে পর্যন্ত ইউক্রেন ছিল ভারতীয়দের কাছে আরেকটা ঘর। তিনি চান, ভারতীয় পড়ুয়ারা আবার ইউক্রেনে ফিরে আসুক।
জিএইচ/এসজি (এনডিটিভি)