সাংবাদিক নির্যাতন
২ জুন ২০১২বাংলাদেশের সাংবাদিকরা মনে করেন, এখন তাদের জন্য এক কঠিন সময়৷ তারা পুলিশসহ নানা প্রভাবশালী মহলের নির্যাতনের শিকার হচ্ছেন৷ এর এই নির্যাতনের শিকার হতে পারেন যে কোন সাংবাদিক৷ তাই আর আলাদা নয়, সবাই ফেসবুকে একই প্রোফাইল পিকচার ব্যবহার করে সমবেতভাবে প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছেন৷ আলাদাভাবে কাউকে চেনা যায়না৷ সবাইকেই ঘিরে আছে কালো আঁধার৷
আর ফেসবুকের এই প্রতিবাদে সামিল হচ্ছেন সবশ্রেণির মানুষ৷ তারাও প্রতিবাদে শামিল হতে তাদের প্রোফাইল পিকচার পরিবর্তন করে সাংবাদিকদের মত হয়েছেন৷ একাত্মতা ঘোষণা করছেন৷
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক ড. আসিফ নজরুল জানান, শুধু ফেসবুকে নয় ব্লগেও প্রতিবাদ জানাচ্ছেন ব্লগাররা৷ আর এভাবেই নির্যাতন বিরোধী সামাজিক আন্দোলন গড়ে উঠবে৷
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সাংবাদিকতার অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের এই প্রতিবাদের গুরুত্ব আছে৷ এতে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে দ্রুত জনমত গড়ে উঠছে৷
ফেসবুকের এই প্রতিবাদে তরুণ সাংবাদিকরা দ্রুত সামিল হচ্ছেন৷ তারা মনে করেন, রাজপথের প্রতিবাদের মতই এই প্রতিবাদ সমান কার্যকর এবং তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন