এবার সবুজ হবে আলোকনগর প্যারিস
৫ আগস্ট ২০১৯প্যারিসের মেয়র আন হিদালগো বলেন, ‘নগর বন' তৈরি করে প্যারিসকে সবুজ এবং এর রাস্তাগুলোকে শীতল করা হবে৷ শহরে উদ্যান এবং বাগান তৈরি করা হবে৷ ২০২০ সালের মধ্যে ৩০ হেক্টর এলাকায় বনায়ন করা হবে, লাগানো হবে ২০ হাজার গাছ৷ ৭২ মিলিয়ন ইউেরোর এই প্রকল্পের মাধ্যমে আইফেল টাওয়ারের চারদিকে সবথেকে বড় বাগান তৈরি করা হবে৷
প্রথম পর্যায়ে অব্যবহৃত একটি রেল রাস্তায় নিউ ইয়ার্কের হাই লেন পার্কের মতো করে গ্রিন বেল্ট তৈরি করা হবে বলে জানান হিদালগো৷ এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই শহর যাতে বসবাসের অনুপযোগী না হয়ে যায় সেজন্য এটা করার বাধ্যবাধকতা রয়েছে৷
প্যারিসভিত্তিক পরিবেশ ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী ভিনসেন্ট ভিগুই বিশ্বাস করেন, শহরে মাইক্রোক্লাইমেট তৈরি করে রাস্তার তাপমাত্রা কমানো সম্ভব৷
বিশ্বে বনভূমির পরিমাণ দিন দিন কমছে, তবে এই প্রবণতা থেকে সরে আসার চেষ্টা করছে ইউরোপের দেশগুলো৷ ইউরোপে প্রতিদিন দেড় হাজার ফুটবল মাঠের সমান এলাকায় বনায়ন হচ্ছে এবং ফ্রান্স এতে অগ্রগামী ভূমিকায় রয়েছে৷
ফ্রান্সের তিনভাগের একভাগ বনভূমি রয়েছে৷ ইউরোপের দেশগুলোর মধ্যে সুইডেন, ফিনল্যান্ড এবং স্পেনের পরেই ফ্রান্সে বেশি বনভূমি রয়েছে৷ ১৯৯০ সাল থেকে ফ্রান্সের সামগ্রিক বনভূমির পরিমাণ বেড়েছে সাত শতাংশ৷
ফ্রান্সের এনার্জি ফার্ম ‘টোটাল'-এর প্রধান জানিয়েছেন, তারা নতুন বন সংরক্ষণ ও পুনর্বনায়ন প্রকল্পে বছরে ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে৷ কোম্পানিটির চিফ এক্সিকিউটিভ প্যাট্রিক পুইয়েন বলেন, ‘‘আমরা বন সংরক্ষণ প্রকল্পগুলোতে বিনিয়োগের জন্য একটি ইউনিট স্থাপন করতে চাই, কারণ, কার্বন নির্মূলে এটাই সবচেয়ে কার্যকর পদ্ধতি৷''
বিশ্বের ৫২০টি বড় শহরে পরিচালিত জুরিখ ইউনিভার্সিটির এক সমীক্ষা অনুসারে, জলবায়ু পরিবর্তনের কারণে এখন থেকে ২০৫০ সাল পর্যন্ত নাতিশীতোষ্ণ এলাকার নগর অঞ্চলগুলো এক হাজার কিলোমিটার দক্ষিণে সরে যাবে৷
জুলাই মাসে প্রকাশিত তাদের এক সমীক্ষায় বলা হয়, বন সংরক্ষণে ব্যাপক প্রচারণা চালালে তা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করতে পারে৷
জো হার্পার/এসআই