ওবামার সঙ্গে ‘চকলেট কিং' এর বৈঠক
৪ জুন ২০১৪ওবামার সঙ্গে ‘চকলেট কিং' এর বৈঠক
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার ইউক্রেনের নবনির্বাচিত প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কোর সঙ্গে বৈঠক করেছেন৷ ২৫ মে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হওয়া পোরোশেঙ্কো শনিবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন৷
ইউরোপ সফরের দ্বিতীয় দিনে প্রেসিডেন্ট ওবামা পোল্যান্ডের ওয়ারশ-তে কনফেকশনারি ব্যবসায়ী পোরোশেঙ্কোর সঙ্গে কথা বলেন৷ বিশ্লেষকদের ধারণা, এর মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার যে ইউক্রেনের রয়েছে তার প্রতি মার্কিন সমর্থনের কথা জানালেন ওবামা৷
এছাড়া ইউক্রেনে চকলেট কিং বলে পরিচিত পোরোশেঙ্কোর শপথ অনুষ্ঠানে ভাইস-প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র৷
এদিকে বুধবার দিনের শেষে বেলজিয়ামের ব্রাসেলসে জি-৭ এর বৈঠক অনুষ্ঠিত হবে৷ সেখানেও ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা হবে৷ পাশাপাশি ইউক্রেনকে ঘিরে রাশিয়ার সঙ্গে পশ্চিমা বিশ্বের বর্তমান সম্পর্কের বিষয়টিও সেখানে আলোচিত হওয়ার কথা৷
একই অনুষ্ঠানে ওবামা-পুটিন
ইউক্রেন নিয়ে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের শীতল অবস্থা শুরু হওয়ার পর প্রথমবারের মতো একই অনুষ্ঠানে উপস্থিত হবেন ওবামা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন৷ উপলক্ষ্য – ডি-ডে-র ৭০ তম বার্ষিকী উদযাপন৷ এসময় দুই নেতার মধ্যে কোনো বৈঠক হবে কিনা তা পরিষ্কার নয়৷ তবে পুটিনের সঙ্গে জার্মানি, ব্রিটেন ও ফ্রান্সের নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে৷
সক্রিয় রুশপন্থিরা
ইউক্রেনের পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী রুশপন্থিদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ চলছে৷ লুগানস্কে মঙ্গলবার রাতভর সংঘর্ষে ৬ জন জঙ্গি নিহত হওয়ার খবর দিয়েছে ইউক্রেনের ন্যাশনাল গার্ড৷ ১০ ঘণ্টা ধরে চলা এই সংঘাতে তিন সরকারি সেনা আহত হন৷
উল্লেখ্য, ২৫ মে-র নির্বাচনে পোরোশেঙ্কোর জয়লাভের পর থেকে পূর্ব ইউক্রেনে রুশপন্থিদের হামলা আরও বেড়েছে৷
জেডএইচ / এসবি (এএফপি, এপি)