কক্সবাজারে জীবন্ত দগ্ধ তিন ভাই-বোন
১৬ মার্চ ২০২১স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুল ইসলাম ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই অগ্নিকাণ্ডের ঘটনার কথা জানান৷ তিনি বলেন, সোমবার রাতে খাবার খেয়ে জাগিরের তিন ছেলে-মেয়ে ঘুমিয়ে পড়লে তাদের মা কাজল বেগম আরেক সন্তানকে নিয়ে বাড়ির কাচারি ঘরে ছিলেন৷ জাগির তখনও বাসায় ফেরেননি৷ এর মধ্যে কোনোভাবে ওই বাড়িতে আগুন লেগে যায়৷
চকরিয়া থানার ওসি সাকের মো. জুবায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুন দেখে কাজল বেগম তার ছোট সন্তানকে নিয়ে কাচারি ঘরে থেকে বের হতে পারলেও ঘুমন্ত তিন শিশুকে আর বের করা যায়নি৷
ঘটনাস্থল দুর্গম হওয়ায় ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়রা এগিয়ে এসে পাম্পের পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন৷ এবং পরে পুলিশ সদস্যরাও সেখানে যান৷
ইউপি চেয়ারম্যান মিজানুল বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে ওই বাড়িতে আগুন লেগেছে বলে তাদের ধারণা৷
এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
গত সেপ্টেম্বরের ছবিঘরটি দেখুন...