কনফেড কাপ: ‘টিকি-টাকা’ আজও অব্যর্থ
১৮ জুন ২০১৩বায়ার্ন মিউনিখ কি ডর্টমুন্ড, এবং সেই সঙ্গে জার্মান ফুটবল যখন ফুটবলের পরাকাষ্ঠা বলে গণ্য হচ্ছে, তখন স্পেন বা ইটালিকে পোঁছে কে? এতবড়ো ভুলটা বোধহয় অনেকেই না করলে পারতেন৷ অন্তত কনফেড কাপে স্পেন ও ইটালির পারফর্মেন্স দেখে তাই মনে হতে পারে৷
চ্যাম্পিয়নশিপের সিডিইলিং'এ ফিফার চেয়ে বেশি অভিজ্ঞতা কারো নেই৷ তাই এবারের কনফেড কাপেও পর পর ব্রাজিল, স্পেন ও ইটালির কেরামতি দেখা গেল, সরাসরি তুলনা করা গেল৷ যে কারণে কনফেড কাপকে বিশ্বকাপের ড্রেস রিহার্সাল বলে আরকি!
জার্মানি এই কনফেড কাপে নেই, তা-তে সাসপেন্স বাড়ছে বৈ কমছে না – যেহেতু অনেকেই ধরে নিতে শুরু করেছিলেন যে, জার্মানি ২০১৪ সালের বিশ্বকাপ জিতবেই৷ জার্মান সিস্টেমই নাকি এমন যে, তা-তে তারকাদের প্রয়োজন পড়বে না, শুধু ফিটনেস, ডিসিপ্লিন ইত্যাদি দিয়ে কাজ চলে যাবে৷
কিন্তু ইসরায়েলের আন্ডার-টোয়েন্টিওয়ান চ্যাম্পিয়নশিপ প্রমাণ করে দিল যে, গুইন্ডোয়ান কি গোয়েটৎসের মতো তরুণ প্রতিভাদের ‘এ' টিমের জাতীয় কোচ ইওয়াখিম ল্যোভ-এর হাতে ছেড়ে দিয়ে ইউ-টোয়েন্টিওয়ান জেতা যায় না৷
ওদিকে স্পেন তাদের তরুণ তারকাদের ইসরায়েলে পাঠিয়েছে এবং তার ফলও পেয়েছে৷ এমনকি সমালোচনাও শুনেছে, তরুণ তারকাদের ইসরায়েলে পাঠালে ব্রাজিলে কনফেড কাপের কি হবে? কি হবে, সেটাই স্পেন করে দেখালো গত রবিবার উরুগুয়েকে ২-১ গোলে হারিয়ে৷
আবার সেই টিকি-টাকা খেলা৷ উরুগুয়ে খেলার প্রথম ১৫ মিনিটে বল প্রায় ছুঁতে পারেনি৷ ফার্স্ট হাফে বল স্পেনের নিয়ন্ত্রণে ছিল ৭৭ শতাংশ সময় ধরে, সেকেন্ড হাফে ৭১ শতাংশ৷ এর উদ্দেশ্য দ্বিবিধ: প্রথমত, বিপক্ষের কাছে বল না থাকলে সে গোল দেবে কি করে? দ্বিতীয়ত, বল না পাওয়ার হতাশা থেকে তার মেজাজ ক্রমেই চড়তে থাকবে এবং সে ফাউল করতে শুরু করবে৷
এ সবই তো হলো৷ তবুও একটা সমস্যা থেকে যায়: এ পক্ষ থেকেও গোটা কয়েক গোল করা দরকার, কেননা খেলার হারজিত তাই দিয়েই নির্ধারিত হয়৷ সেই দৃষ্টিকোণ থেকে স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্কের সবচেয়ে সাহসী সিদ্ধান্ত ছিল ফের্নান্দো টরেসকে না নামিয়ে ‘মেকি ন'নম্বর' হিসেবে রবের্তো সোলদাদোকে নামানো৷
সোলদাদো ফাব্রেগাস-এর একটি চমৎকার পাসে দ্বিতীয় গোলটি করেন বটে, কিন্তু তার পরে উরুগুয়ের লুইজ সুয়ারেজ-এর ফ্রি কিকে করা গোলটি খেলার স্কোর নামিয়ে আনে ২-১'এ৷ অর্থাৎ উরুগুয়ে এরপর তালেগোলে একটি গোল করতে পারলেই এ খেলা ড্র-ও হতে পারত৷ ঠিক সেই খাঁকতিটাই স্বীকার করেছেন সোলদাদো: স্পেনের আরো গোল করা দরকার৷
আরেকটা কথা না বলে এই সংক্ষিপ্ত পর্যালোচনা শেষ করা চলে না: স্পেনের মিডফিল্ডের ‘মাস্টারমশাই' আন্দ্রেস ইনিয়েস্তার যে ফর্ম দেখা গেল, তা-তে ‘পুরনো চাল ভাতে বাড়ে', শুধু এটুকুই বলা চলে৷ ইনিয়েস্তার বিশ্লেষণে, দ্বিতীয়ার্ধ স্পেন একটু ঢিলে দিতে বাধ্য হয়েছিল ভ্যাপসা গরমের জন্য৷
সব মিলিয়ে নাইমার-সমৃদ্ধ ব্রাজিল, কিংবা আন্দ্রেয়া পির্লো ও বালোতেল্লি সমৃদ্ধ ইটালিকে যা দেখা গেল এবং আগামীতে যাবে, তা-তে এই কনফেড কাপকে নিঃসন্দেহে বিশ্বকাপের যবনিকা উত্তোলন বলা চলে৷
এক কথায়, ২০১৪ সালে ব্রাজিলে সব কিছু ঘটতে পারে!
এসি/ডিজি (এএফপি, এপি)