সাগর-রুনি হত্যাকাণ্ড
২৪ এপ্রিল ২০১২সাগর-রুনি সাংবাদিক দম্পতির লাশের ময়না তদন্ত রিপোর্ট নিয়ে প্রশ্ন ছিল শুরু থেকেই৷ আর সেই প্রশ্ন তুলেছে মহানগর গোয়েন্দা বিভাগের পর মামলার তদন্তের দায়িত্ব পাওয়া ব়্যাবও৷ ব়্যাবের তদন্ত কর্মকর্তা এএসপি জাফর উল্লাহ তাই আজ ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে সাগর-রুনি'র লাশ কবর থেকে তুলে ফের ময়না তদন্তের অনুমতির জন্য আবেদ জানান৷ মহানগর হাকিম বিকাশ কুমার সাহা ব়্যাবের আবেদন মঞ্জুর করে লাশ তোলার সময় সেখানে উপস্থিত থাকতে ম্যাজিস্ট্রেট মো. শাহীদুজ্জামানকে নিয়োগ দিয়েছেন৷ ব়্যাবের পরিচালক কমান্ডার সোহাইল আহমেদ জানান, সাগর-রুনির লাশের ভিসেরা রিপোর্ট ত্রুটিপূর্ণ৷ এজন্য দ্বিতীয় বার ময়নাতদন্তের প্রয়োজন পড়ল৷ তিনি জানান, তাদের সব প্রস্তুতি রয়েছে৷ দু'এক দিনের মধ্যে তারা আজিমপুর কবরস্থান থেকে লাশ তুলে ময়না তদন্তের ব্যবস্থা করবেন৷
এদিকে ব়্যাবের এই আবেদনের শুনানির সময় আদালতে রাষ্ট্রপক্ষে বক্তব্য তুলে ধরেন পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু৷ তিনি বলেন, ফের ময়না তদন্তের মাধ্যমে সাগর-রুনি সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হবে বলে তিনি আশা করেন৷ তার মতে, আগের তদন্তে কোন ত্রুটি থেকে থাকলেও এবার তদন্ত সঠিক পথে এগোবে৷
গত ১১ই ফেব্রুয়ারি ভোর রাতে সাগর-রুনি সাংবাদিক দম্পতিকে তাদের ঢাকার বাসায় দুর্বৃত্তরা নৃশংসভাবে হত্যা করে৷ এখনো হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি৷ গ্রেফতার হয়নি কোন অপরাধীকে৷ মহানগর গোয়েন্দা বিভাগ তদন্তে ব্যর্থ হওয়ার পর গত ১৮ই এপ্রিল হাইকোর্ট এই মামলার তদন্তভার ব়্যাবকে দেয়৷ সোমবার থেকে তারা আনুষ্ঠানিক তদন্ত শুরু করে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন