1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনাভাইরাস: মৃতের সংখ্যা বাড়ছে

২৬ জানুয়ারি ২০২০

চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬তে৷ গত ২৪ ঘন্টায় কয়েকশ মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার৷

https://p.dw.com/p/3WpfS
China Peking Temperaturkontrolle m Flughafen wegen Coronavirus
ছবি: Reuters/M. Pollard

গত সপ্তাহে চীনে দেখা দেওয়া এ ভাইরাসটি ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে ইউরোপসহ বেশ কয়েকটি অঞ্চলে৷ পার্শ্ববর্তী দেশ নেপালে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে৷ সৌদি আরবে কর্মরত একজন ভারতীয় নার্স এ ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন৷

ফ্রান্সে এ ভাইরাসে আক্রান্ত অন্তত তিনজনকে শনাক্ত করা হয়েছে৷ আক্রান্তের তালিকায় আছে মার্কিন যুক্তরাষ্ট্রও৷ 

চীনে আক্রান্তের সংখ্যা বাড়ছে

গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন ৬৮৮ জন রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো৷ এর ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৯৭৫ জনে৷ এদিকে গত ২৪ ঘন্টায় ১৫ জন মারা গেছেন বলে জানা গেছে৷ এই রোগে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৬৷  চলতি অবস্থাকে ‘গভীর উদ্বেগের' বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং৷

এদিকে চীনের পাশ্ববর্তী দেশগুলোতেও এ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে৷ হংকং, ম্যাকাও ও তাইওয়ানে এ ভাইরাসে আক্রান্ত রোগী চিহ্নিত করা হয়েছে৷

ছড়িয়ে পড়ছে বিভিন্ন দেশে

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সৌদি আরবে কর্মরত একজন ভারতীয় নার্স৷ দেশটির আল-হায়াত হাসপাতালে ১০০ জন ভারতীয় নার্সকে স্ক্যানিং করা হলে এদের মধ্যে একজন এ ভাইরাসে আক্রান্ত বলে ধরা পড়ে৷ তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়৷

তার আগে গত শনিবার নেপালে এ ভাইরাসে আক্রান্ত একজনকে চিহ্নিত করা হয়েছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিমানবন্দরে স্ক্যানিংসহ নানা ধরনের পদক্ষেপের কথা জানিয়েছে নেপাল সরকার৷

এদিকে জার্মনিতে করোনাভাইরাসে একজন রোগী  চিহ্নিত হয়েছেন বলে দেশটির বিল্ড পত্রিকার এক সংবাদে জানানো হয়৷

তবে সরকারের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি৷

আরআর/এফএস (এএফপি, ডিপিএ, এপি)