করোনার পর যেভাবে জেগে উঠছে ক্রীড়াজগৎ
করোনার কারণে খেলাধুলায় নেমে এসেছিল স্থবিরতা। এখন আবার টুকটুক করে সবকিছু শুরুর চেষ্টা চলছে। তবে মানতে হচ্ছে কঠোর বিধিনিষেধ।
‘দর্শকের’ ব্যবস্থা
এই সপ্তাহান্তে জার্মানির বুন্ডেসলিগা শুরু হচ্ছে। দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে বোরুসিয়া ম্যোনশেনগ্লাডবাখ তাদের স্টেডিয়ামে সমর্থকদের কার্ডবোর্ড বসিয়েছে। দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি!
ট্রেনিংয়ের আগে
অস্ট্রেলিয়ার ‘সাউথ সিডনি ব়্য়াবিটোস’ রাগবি দলের দুজন প্লেয়ার ট্রেনিংয়ে যাওয়ার আগে হাত জীবাণুনাশক করে নিচ্ছেন।
বাধ্যতামূলক কোয়ারান্টিন
ইটালির এসি মিলানের ফুটবলার স্লাতান ইব্রাহিমোভিচ ট্রেনিং শুরু করতে সুইডেন থেকে ইটালির মিলানে পৌঁছেছেন। সেখানে ট্রেনিং শুরুর আগে তাঁকে দুই সপ্তাহ কোয়ারান্টিনে থাকতে হবে। ছবিটি ১১ মে তোলা।
সামাজিক দূরত্ব বজায়
জার্মানির বায়ার্ন মিউনিখের দুই তারকা গ্নাবরি ও কিমিশের মাঝখানে একটি লাঠি দেখতে পাচ্ছেন? সামাজিক দূরত্বের নীতিমালা অনুযায়ী খেলোয়াড়দের দেড় থেকে দুই মিটার দূরত্ব বজায় রাখতে হচ্ছে।
মাস্ক পরে মাঠে
গত ৮ মে দক্ষিণ কোরিয়ায় একটি ম্যাচ শুরুর আগে মাস্ক পরে প্লেয়ারদের বেঞ্চে বসে থাকতে দেখা যাচ্ছে।
ঘোড়দৌড়েও মাস্ক
জার্মানির হানোফারে ৭ মে অনুষ্ঠিত একটি প্রতিযোগিতার ছবি এটি।
দর্শকহীন ম্যাচ
৫ মে দক্ষিণ কোরিয়ার ইনচনে দর্শকশূন্য অবস্থায় বেসবল লিগের এক ম্যাচ অনুষ্ঠিত হয়।
তবে ছিলেন চিয়ারলিডাররা
দক্ষিণ কোরিয়ার ইনচনের ঐ ম্যাচে দর্শক না থাকলেও মাস্ক পরা চিয়ারলিডারদের দেখা গেছে।
করোনায় খেলা দেখা
২৫ এপ্রিল নিকারাগুয়ায় অনুষ্ঠিত এক বক্সিং ম্যাচে দর্শকদের সামাজিক দূরত্ব মেনে এভাবে বসতে হয়েছিল। সবার মুখে ছিল মাস্ক।