1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাজ্য

করোনা বিধিনিষেধ ওঠার পর মৃত্যুদণ্ড কার্যকর বেড়েছে

২৪ মে ২০২২

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মঙ্গলবার জানিয়েছে, ২০২১ সালে বিশ্বে ৫৭৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, যা আগের বছরের তুলনায় ২০ শতাংশ বেশি৷ তবে এই সংখ্যা ২০১০ সালের পর দ্বিতীয় সর্বনিম্ন বলে জানিয়েছে অ্যামনেস্টি৷

https://p.dw.com/p/4BmCz
মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সরব অ্যামনেস্টি ইন্টারন্যাশনালছবি: Vincent Yu/AP/picture alliance

অবশ্য এই পরিসংখ্যানে চীন, উত্তর কোরিয়া ও ভিয়েতনামের তথ্য নেই৷ কারণ অ্যামনেস্টি বলছে, ঐ তিন দেশে হাজার হাজার মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও আনুষ্ঠানিক তথ্য জানা যায় না৷

এছাড়া ২০২১ সালে ১৮টি দেশ মৃত্যুদণ্ড কার্যকর করেছে, যা অ্যামনেস্টির তথ্য সংকলন শুরুর পর থেকে সবচেয়ে কম৷

২০২১ সালে ইরানে সবচেয়ে বেশি ৩১৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়৷ এর মধ্যে ১৯ শতাংশ বেলুচ সংখ্যালঘু সম্প্রদায়ের লোক বলে জানিয়েছে অ্যামনেস্টি৷ যদিও ইরানের মোট জনসংখ্যার মাত্র পাঁচ শতাংশ বেলুচ৷ 

এছাড়া ইরানে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের প্রায় ৪২ শতাংশ মাদক সংক্রান্ত অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন- যা আন্তর্জাতিক আইনের পরিপন্থি বলে জানিয়েছে অ্যামনেস্টি৷

২০২০ সালে ২৪৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল ইরান৷

অ্যামনেস্টি বলছে, ইরানসহ কয়েকটি দেশ দমনের কৌশল হিসেবে মৃত্যুদণ্ডকে ব্যবহার করছে৷ যেমন মিয়ানমারে প্রায় ৯০ জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়েছে৷ একে বিক্ষোভকারী ও সাংবাদিকদের বিরুদ্ধে নিপীড়নের অংশ বলে আখ্যায়িত করেছে অ্যামনেস্টি৷

ইরানের পর সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে মিশরে (৮৩)৷ ২০২০ সালে সে দেশে ১০৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল৷

এরপর আছে সৌদি আরব (৬৫)৷ ২০২০ সালে সে দেশে ২৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল৷

২০২১ সালে বাংলাদেশে পাঁচ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়৷ আর ১৮১ জনের বেশি আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়৷

মৃত্যুদণ্ড রহিত

২০২১ সালে সিয়েরা লিওন ও কাজাখস্তান মৃত্যুদণ্ড রহিত করে আইন পাস করেছে৷ এছাড়া যুক্তরাষ্ট্রের ২৩তম রাজ্য হিসেবে ভার্জিনিয়াও মৃত্যুদণ্ড রহিত করেছে৷

এখন পর্যন্ত মোট ১০৮টি দেশে মৃত্যুদণ্ড রহিত করা হয়েছে৷

এগান রিচার্ডসন/জেডএইচ