করোনা বিধিনিষেধ ওঠার পর মৃত্যুদণ্ড কার্যকর বেড়েছে
২৪ মে ২০২২অবশ্য এই পরিসংখ্যানে চীন, উত্তর কোরিয়া ও ভিয়েতনামের তথ্য নেই৷ কারণ অ্যামনেস্টি বলছে, ঐ তিন দেশে হাজার হাজার মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও আনুষ্ঠানিক তথ্য জানা যায় না৷
এছাড়া ২০২১ সালে ১৮টি দেশ মৃত্যুদণ্ড কার্যকর করেছে, যা অ্যামনেস্টির তথ্য সংকলন শুরুর পর থেকে সবচেয়ে কম৷
২০২১ সালে ইরানে সবচেয়ে বেশি ৩১৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়৷ এর মধ্যে ১৯ শতাংশ বেলুচ সংখ্যালঘু সম্প্রদায়ের লোক বলে জানিয়েছে অ্যামনেস্টি৷ যদিও ইরানের মোট জনসংখ্যার মাত্র পাঁচ শতাংশ বেলুচ৷
এছাড়া ইরানে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের প্রায় ৪২ শতাংশ মাদক সংক্রান্ত অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন- যা আন্তর্জাতিক আইনের পরিপন্থি বলে জানিয়েছে অ্যামনেস্টি৷
২০২০ সালে ২৪৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল ইরান৷
অ্যামনেস্টি বলছে, ইরানসহ কয়েকটি দেশ দমনের কৌশল হিসেবে মৃত্যুদণ্ডকে ব্যবহার করছে৷ যেমন মিয়ানমারে প্রায় ৯০ জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়েছে৷ একে বিক্ষোভকারী ও সাংবাদিকদের বিরুদ্ধে নিপীড়নের অংশ বলে আখ্যায়িত করেছে অ্যামনেস্টি৷
ইরানের পর সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে মিশরে (৮৩)৷ ২০২০ সালে সে দেশে ১০৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল৷
এরপর আছে সৌদি আরব (৬৫)৷ ২০২০ সালে সে দেশে ২৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল৷
২০২১ সালে বাংলাদেশে পাঁচ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়৷ আর ১৮১ জনের বেশি আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়৷
মৃত্যুদণ্ড রহিত
২০২১ সালে সিয়েরা লিওন ও কাজাখস্তান মৃত্যুদণ্ড রহিত করে আইন পাস করেছে৷ এছাড়া যুক্তরাষ্ট্রের ২৩তম রাজ্য হিসেবে ভার্জিনিয়াও মৃত্যুদণ্ড রহিত করেছে৷
এখন পর্যন্ত মোট ১০৮টি দেশে মৃত্যুদণ্ড রহিত করা হয়েছে৷
এগান রিচার্ডসন/জেডএইচ