করোনা ভাইরাস এবং টি-টোয়েন্টি ম্যাচ
৯ মার্চ ২০২০বাংলাদেশ সময় সময় সন্ধ্যা ৬টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হওয়ার কথা৷ তার আগে বিসিবি থেকে এক সংবাদ সম্মলনে এই ম্যাচে একজন দর্শক একটির বেশি টিকেট কিনতে পারবেন না বলে জানানো হয়েছে৷
সেক্ষেত্রে, ২৫ হাজার দর্শক ধারণ ক্ষমতার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারিতে আজ ৪-৫ হাজার দর্শক হতে পারে৷
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, করোনা ভাইরাস নিয়ে সতর্কতার অংশ হিসেবে বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে৷
করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে বিশ্বজুড়েই আতঙ্কের পরিস্থিতি বিরাজ করছে৷ সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে৷ এখন পরবযন্ত মারা গেছেন তিন হাজার ৮০০ জন৷ সংক্রমণের বিচারে মৃত্যুর হার ৩ শতাংশের কিছু বেশি৷
বাংলাদেশে ইতালি থেকে আসা দুই প্রবাসীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, তাদের মাধ্যমে দেশে আরেকজন সংক্রমিত হয়েছেন৷ করোনা ভাইরাস সংক্রমণের খবর প্রকাশের পর জনগণ নিজেরাই সতর্ক হয়ে গেছেন৷ যে কারণে শের-ই-বাংলা স্টেডিয়ামে টিকেট কাউন্টারগুলোতে খুব একটা ভীড় দেখা যাচ্ছে না বলে মাঠ থেকে ডয়চে ভেলেকে জানান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান ক্রিকেট প্রতিবেদক আরিফুল ইসলাম রনি৷
তিনি বলেন, ‘‘সাধারণত বাংলাদেশের ম্যাচ শুরুর বেশ আগে থেকেই মাঠের সামনে লোকজনের ভিড় জমতে থাকে৷ টি-টোয়েন্টি ম্যাচ হলে দর্শক আরও বেশি থাকে। তবে আজকে ম্যাচের দুই ঘণ্টা আগেও ভিড় নেই বললেই চলে। টিকিট কাউন্টারের সামনেও নেই লম্বা লাইন। মাঠের চারপাশে যে উৎসবের আবহ প্রতি ম্যাচের আগে দেখা যায়, সেটিও নেই প্রায়৷''
তবে মাঠে ঢোকার আগে দর্শকদের টেম্পারেচার মাপা বা জীবাণুনাশক ব্যবহার বা সেরকম সচেতনতামূলক কোনো ব্যবস্থা তার চোখে পড়েনি বলে জানান এই ক্রীড়া সাংবাদিক৷
বলেন, ‘‘বিসিবির সঙ্গে কথা বলে যা বুঝেছি তাতে টিকিট বিক্রি সীমিত করা আসলে অনেকটা প্রতীকী সিদ্ধান্তের মত৷ এর মাধ্যমে বিসিবি সবাইকে বার্তা দিতে চেয়েছে৷ কিন্তু যদি ভিড় বাড়ে তবে টিকিট বিক্রি তারা বাড়াতে পারে৷''
এ বিষয়ে জিটিভির স্পোর্টস রিপোর্টার তায়িব অনন্ত বলেন, বিসিবি টিকিট বিক্রি কমিয়ে দর্শকদের সরাসরি খেলা দেখায় নিরুৎসাহিত করতে চায় বলে জানিয়েছে৷ কিন্তু এই সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি বা মুজিববর্ষ উপলক্ষ্যে এ আর রাহমানের কনসার্ট ও দুটি প্রীতি ম্যাচের আয়োজন স্থগিত বা পিছিয়ে দেওয়া নিয়ে তারা কিছু বলছে না৷
এমনকি আগামী বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এএফসি কাপের বসুন্ধরা কিংস ও মালদ্বীপের টিসি স্পোর্টসের ম্যাচও সময়মত অনুষ্ঠিত হবে৷ আমার মনে হচ্ছে ফুটবল অঙ্গন করোনা ভাইরাস নিয়ে একেবারেই চিন্তিত না৷''
করোনাভাইরাস শনাক্তের পর বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকীর আয়োজন সংক্ষিপ্ত করা হয়েছে৷ মূল অনুষ্ঠান স্থগিত করায় আসছেন না কোনো বিদেশি অতিথি৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড় ধরনের জনসমাগম এড়িয়ে চলার নির্দেশ দিয়েছেন৷
এসএনএল/কেএম