‘কর্মসূচির জন্য ছাত্রলীগের চাঁদা দাবি করা নিষেধ'
৩০ সেপ্টেম্বর ২০২২ডয়চে ভেলের টকশো ‘খালেদ মুহিউদ্দিন জানতে চায়'-তে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন কামাল হোসেন৷ তিনি বলেন, ‘‘ছাত্রলীগকে অনেকগুলো দিবসের অনুষ্ঠান আয়োজন করতে হয়৷ সেজন্য অর্থের প্রয়োজন হয়৷ সেই অর্থ আওয়ামী লীগের পক্ষ থেকে দেয়া হয়৷''
‘‘আমরা শুনেছি ছাত্রলীগের কেউ কেউ চাঁদা নিয়েছেন৷ ছাত্রলীগকে তদারকি করার জন্য চারজন নেতাকে দায়িত্ব দিয়েছেন সভানেত্রী৷ কেউ চাঁদা দাবি করলে বা অনিয়ম করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন,'' বলেন তিনি৷
এ পর্যন্ত ছাত্রলীগের বিরুদ্ধে অনেকগুলো ঘটনায় ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি৷ তবে যেসব ঘটনা সবার দৃষ্টিগোচরে এসেছে, আলোচনায় এসেছে সেসব ঘটনাগুলোই কেবল বিচারের মুখ দেখেছে বলে মনে করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ৷
‘‘যেসব কেসগুলোতে তাদের বাঁচানোর আর কোনো উপায় নাই, তখন ব্যবস্থা নেয়া হয়,'' অনুষ্ঠানে বলেন তিনি৷
‘‘এমন অনেক কেস আছে যেগুলোতে কোন ব্যবস্থা নেয়া হয়নি,'' যোগ করেন শামা ওবায়েদ৷
ছাত্রলীগকে নিয়ন্ত্রণ করতে পারছে না আওয়ামী লীগ, অভিযোগ করেন বিএনপির এই রাজনীতিবিদ৷ তিনি বলেন, ‘‘ছাত্রলীগকে ভোট কাটার জন্য ব্যবহার করা হচ্ছে৷ ছাত্রলীগ-যুবলীগকে ক্ষমতায় থাকার জন্য ‘স্টেকহোল্ডার' বানাবেন, তখন তো তারা কারো কন্ট্রোলে থাকবে না৷''
জবাবে কামাল দাবি করেন, বিএনপি আমলের চেয়ে ছাত্রনেতাদের বিরুদ্ধে বেশি ব্যবস্থা গ্রহণ করেছে আওয়ামী লীগ৷ ইডেন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোন্দলের ঘটনায়ও ব্যবস্থা নেয়া হয়েছে জানান তিনি৷
জেডএ/এআই