1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘কর্মসূচির জন্য ছাত্রলীগের চাঁদা দাবি করা নিষেধ'

৩০ সেপ্টেম্বর ২০২২

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, ছাত্রলীগকে কর্মসূচির জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে অর্থ দেয়া হয়৷ কর্মসূচির জন্য তাদের চাদা দাবি করা নিষেধ৷

https://p.dw.com/p/4Hbun
KMAsks126: Khaled Muhiuddin Asks 126
ছবি: DW

ডয়চে ভেলের টকশো ‘খালেদ মুহিউদ্দিন জানতে চায়'-তে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন কামাল হোসেন৷ তিনি বলেন, ‘‘ছাত্রলীগকে অনেকগুলো দিবসের অনুষ্ঠান আয়োজন করতে হয়৷ সেজন্য অর্থের প্রয়োজন হয়৷ সেই অর্থ আওয়ামী লীগের পক্ষ থেকে দেয়া হয়৷''

‘‘আমরা শুনেছি ছাত্রলীগের কেউ কেউ চাঁদা নিয়েছেন৷ ছাত্রলীগকে তদারকি করার জন্য চারজন নেতাকে দায়িত্ব দিয়েছেন সভানেত্রী৷ কেউ চাঁদা দাবি করলে বা অনিয়ম করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন,'' বলেন তিনি৷

এ পর্যন্ত ছাত্রলীগের বিরুদ্ধে অনেকগুলো ঘটনায় ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি৷ তবে যেসব ঘটনা সবার দৃষ্টিগোচরে এসেছে, আলোচনায় এসেছে সেসব ঘটনাগুলোই কেবল বিচারের মুখ দেখেছে বলে মনে করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ৷

‘‘যেসব কেসগুলোতে তাদের বাঁচানোর আর কোনো উপায় নাই, তখন ব্যবস্থা নেয়া হয়,'' অনুষ্ঠানে বলেন তিনি৷

‘‘এমন অনেক কেস আছে যেগুলোতে কোন ব্যবস্থা নেয়া হয়নি,'' যোগ করেন শামা ওবায়েদ৷

ছাত্রলীগকে নিয়ন্ত্রণ করতে পারছে না আওয়ামী লীগ, অভিযোগ করেন বিএনপির এই রাজনীতিবিদ৷ তিনি বলেন, ‘‘ছাত্রলীগকে ভোট কাটার জন্য ব্যবহার করা হচ্ছে৷ ছাত্রলীগ-যুবলীগকে ক্ষমতায় থাকার জন্য ‘স্টেকহোল্ডার' বানাবেন, তখন তো তারা কারো কন্ট্রোলে থাকবে না৷''

জবাবে কামাল দাবি করেন, বিএনপি আমলের চেয়ে ছাত্রনেতাদের বিরুদ্ধে বেশি ব্যবস্থা গ্রহণ করেছে আওয়ামী লীগ৷ ইডেন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোন্দলের ঘটনায়ও ব্যবস্থা নেয়া হয়েছে জানান তিনি৷

জেডএ/এআই