কর-ফাঁকি বন্ধে বাড়তি উদ্যোগ
১০ এপ্রিল ২০১৩ব্যাংকিং ক্ষেত্র নিয়ে ইউরোপে আবার বিতর্ক দানা বাঁধছে৷ আসলে সাইপ্রাসের ঘটনা থেকে শিক্ষা নিয়ে আরও কিছু দেশের ব্যাংকিং ক্ষেত্রের দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে৷ নিজের দেশে কর ফাঁকি দিয়ে অন্য দেশের ব্যাংকে টাকা রাখার সুযোগ বন্ধ করতে চায় ইউরোপের দেশগুলি৷ কিন্তু খোদ ইউরোপের মধ্যেই সুইজারল্যান্ড, অস্ট্রিয়া ও লুক্সেমবুর্গের মতো দেশে এমন গোপন অ্যাকাউন্ট রাখার সুযোগ থাকায় বিষয়টি বেশ অস্বস্তিকর হয়ে উঠেছে৷ চাপে পড়ে এই সব দেশও ব্যাংকিং ক্ষেত্রে গোপনীয়তার আইন নতুন করে খতিয়ে দেখার কথা বলছে৷
লুক্সেমবুর্গের অর্থমন্ত্রী অবশ্য এখনই এ ক্ষেত্রে কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না৷ অস্ট্রিয়া সরাসরি গোপনীয়তা আইন তুলে না দিয়ে অন্যান্য দেশের কাছে প্রয়োজনীয় তথ্য দেবার কথা বলছে, যাতে কর-ফাঁকির প্রবণতা বন্ধ করা যায়৷ সমস্যা রয়েছে ব্রিটেনের চ্যানেল আইল্যান্ড নিয়েও৷ জার্মানির বেসরকারি ডয়চে ব্যাংক কর ফাঁকি দিতে সহায়তা করেছে বলে জানা গেছে৷ মোটকথা ইউরোপের একাধিক দেশ পরস্পরের দিকে অভিযোগের আঙুল তুলছে৷ দাবি উঠছে ইউরোপীয় ইউনিয়ন জুড়ে এমন এক স্বচ্ছ কাঠামো গড়ে তোলার, যার আওতায় কর ফাঁকির সম্ভাবনা কার্যত অসম্ভব হয়ে উঠবে৷ তবে এই পরিকল্পনা বাস্তবায়নের পথে বাধা আসবে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা৷
এরই মধ্যে ইউরো এলাকার সংকটগ্রস্ত দেশগুলি ঘর সামলানোর চেষ্টা করছে৷ কঠিন সংকট সত্ত্বেও সাইপ্রাস ইউরো এলাকা ছাড়তে প্রস্তুত নয়৷ সে দেশের অর্থমন্ত্রী বলেছেন, অর্থনীতির বেহাল অবস্থা সত্ত্বেও ইউরো একান্ত প্রয়োজন৷ এদিকে কড়া হাতে সংস্কার চালিয়ে প্রাথমিক সাফল্য অর্জন করেও পর্তুগাল আবার সমস্যার মুখে পড়েছে৷ দেশের সাংবিধানিক আদালত সরকারের ব্যয় সংকোচের পদক্ষেপকে বে-আইনি বলে রায় দিয়েছে৷ পর্তুগালের সরকার অবশ্য তা সত্ত্বেও বাজেট ঘাটতির মাত্রা মেনে চলবে বলে জানিয়েছে, যেমনটা আন্তর্জাতিক দাতারা স্থির করে দিয়েছে৷
চলতি সপ্তাহে ইউরোপের মধ্যে তেমন কোনো বড় সিদ্ধান্তের সম্ভাবনা না থাকলেও বাইরের ঘটনা ইউরোপের পুঁজিবাজারের উপর প্রভাব ফেলছে৷ যেমন চীনের আর্থিক নীতিতে ইতিবাচক পরিবর্তনের আশায় ইউরোপের পুঁজিবাজারও কিছুটা চাঙ্গা হয়ে উঠেছিল৷ অন্যদিকে ইউরোপে বেকারত্বের হার নিয়ে দুশ্চিন্তা বেড়ে চলেছে৷ আন্তর্জাতিক শ্রম সংগঠন আইএলও-র হিসাব অনুযায়ী ২০০৮ সাল থেকে এখনো পর্যন্ত ইইউ দেশগুলিতে প্রায় ৬০ লক্ষ মানুষ চাকরি হারিয়েছেন৷
এসবি/জেডএইচ (রয়টার্স, এপি, এএফপি)