1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ব্যবসা-বাণিজ্যইউরোপ

কর স্বর্গ: জেতে কর্পোরেশন, হারে কে?

১৩ নভেম্বর ২০২৩

কোটি কোটি মার্কিন ডলার কর ফাঁকি দিতে আগ্রহী বহুজাতিক প্রতিষ্ঠানগুলো ইউরোপের বিভিন্ন কর স্বর্গ ব্যবহার করে৷ এতে করে তাদের মুনাফা বাড়ে, কিন্তু ক্ষতি হয় কাদের?

https://p.dw.com/p/4Yl1o
ইউরো ও ডলার
মুনাফা অন্যত্র দেখিয়ে কর ফাঁকি দেয়া এসব সংস্থার ৪০ শতাংশই মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠান৷ছবি: Robert Schmiegelt/Geisler-Fotopress/picture-alliance

প্যারিস স্কুল অব ইকোনোমিক্সের স্বাধীন গবেষণা কেন্দ্র ইইউ ট্যাক্স অবজারভেটরি এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২০ সালে বিশ্বব্যাপী বহুজাতিক প্রতিষ্ঠানগুলো ২০০ বিলিয়ন মার্কিন ডলারের কর ফাঁকি দিয়েছে৷ 

মুনাফা স্থানান্তরের মাধ্যমে এসব অর্থ সরানো হয়েছে৷ বিভিন্ন দেশে সহায়ক প্রতিষ্ঠান চালুর মাধ্যমে বহুজাতিক প্রতিষ্ঠানগুলো এভাবে কর ফাঁকি দিয়ে থাকে৷ 

তারা তাদের মুনাফা এমন দেশে বা অঞ্চলে দেখায় যেগুলো কর স্বর্গ হিসেবে পরিচিত৷ অর্থাৎ সেসব দেশে কর দিতে হয় না বা দিলেও সেটার পরিমাণ অনেক কম৷ দেখা যায়, তারা ব্যবসা করে মুনাফা যে দেশে অর্জন করছে সেদেশে সেটা না দেখিয়ে যে দেশ কর স্বর্গ হিসেবে পরিচিত সেখানে মুনাফা দেখায়৷ 

এই প্রক্রিয়ায় নিঃসন্দেহে কর না দেয়া বহুজাতিক প্রতিষ্ঠানগুলো লাভবান হয়৷ মুনাফা অন্যত্র দেখিয়ে কর ফাঁকি দেয়া এসব সংস্থার ৪০ শতাংশই মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠান৷

আর কর ফাঁকি দেয়ার এই প্রক্রিয়ায় ক্ষতির শিকার হয় বিভিন্ন দেশের সরকার৷ সামগ্রিকভাবে গোটা বিশ্বের উপর সেটার প্রভাব পড়ে৷ কারণ সরকারগুলোর তহবিলে অর্থ কম যোগ হয়৷

জার্মানি এক্ষেত্রে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ৷ এভাবে কর ফাঁকি ঠেকাতে পারলে ইউরোপের দেশটির রাষ্ট্রীয় আয় ২০২০ সালে আরো ২৬ শতাংশ বেশি হতো৷

এআই/কেএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান