কলকাতার যে আন্দোলনের নেতৃত্বে নারীরা
দিল্লির শাহিন বাগ–এর মতো কলকাতার পার্ক সার্কাস ময়দানে লাগাতার অবস্থান শুরু করেছেন নারীরা৷ জনবিরোধী এনআরসি এবং সিএএ বাতিলের দাবিতে তাদের প্রতিবাদ চলছে রাতদিন৷
ঐতিহাসিক ময়দান
ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় বহু সভা-সমাবেশের স্থান কলকাতার পার্ক সার্কাস ময়দান৷ সেখানেই শুরু হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে গণঅবস্থান বিক্ষোভ৷
নেতৃত্বে নারীরা
এই অবস্থান বিক্ষোভের মূল বৈশিষ্ট্য, এর কেন্দ্রে আছেন নারীরা৷ কলকাতা শহরে এই প্রথম কোনো গণআন্দোলনে নেতৃত্বে আছেন শুধু মেয়েরাই৷
রাতদিন
সারাদিন, সারারাত চলে অবস্থান৷ নারীরা পালা করে অংশ নিচ্ছেন বিক্ষোভে, সঙ্গে আছে শিশুরাও৷
কলেজ ছাত্রীরাও
এই নারীরা কখনও রাজনৈতিক আন্দোলনে অংশ নেননি৷ তাদেরকে সংহতি জানাতে রোজ আসছেন বিভিন্ন কলেজের ছাত্রীরা৷
স্লোগানে ঐক্য
অনভ্যস্ত গলায় স্লোগান দিতে দিতেই তারা শিখে ফেলেছেন, কীভাবে প্রতিবাদের আওয়াজ তুলতে হয়৷
পাশে পুরুষরা
দিনভর মানুষ আসছেন অবস্থান বিক্ষোভে যোগ দিতে, জাতীয় পতাকা হাতে আর মিছিল নিয়ে৷ পুরুষরাও আছেন তাদের পাশে৷
আকাশের নীচে
শীতের রাতে, খোলা আকাশের নীচেই অবস্থান চালিয়ে যাচ্ছেন তারা৷ নেই ছাউনি খাটানোর অনুমতি৷ তবে তাতে দমে যাচ্ছেন না তারা৷ বরং রাত বাড়লে ভিড়ও বাড়ছে৷