কলকাতায় খনি যন্ত্র প্রদর্শনীতে ‘ফোকাস কান্ট্রি' জার্মানি
১১ নভেম্বর ২০১০মূলত খনিশিল্পের সঙ্গে যারা যুক্ত, এই আন্তর্জাতিক প্রদর্শনী তাদেরই আগ্রহের বিষয়৷ কিন্তু যেহেতু ‘মেড ইন জার্মানি' এবারের কেন্দ্রীয় বিষয়, অনেক সাধারণ মানুষকেও দেখা গেল আইএমএমই সম্পর্কে উৎসাহী হতে৷ সম্ভবত এদের কথা ভেবেই, এবং অবশ্যই শিল্পোদ্যোগীদের আকর্ষণ করতে এবার খনি যন্ত্র প্রদর্শনীর সঙ্গে মানানসই বিনোদনের বন্দোবস্তও দেখা গেল৷ যন্ত্রসঙ্গীতের তালে তালে রীতিমত নাচ দেখাল অতিকায় সব ক্রেন, মাটি খোঁড়ার যন্ত্র আর পে লোডার৷ পাশাপাশি ছিল খনন প্রযুক্তি নিয়ে কুইজের আসর, সাধারণ দর্শকরাও যাতে অংশ নিলেন৷
জার্মানির মোট ১৬টি খনি যন্ত্র নির্মাতা সংস্থা অংশ নিয়েছে এবারের প্রদর্শনীতে৷ কেন জার্মানিই এবারের ফোকাস কান্ট্রি, সেই প্রশ্নের উত্তরে প্রদর্শনীর অন্যতম উদ্যোক্তা, ভারতে জার্মান ইঞ্জিনিয়ারিং ফেডারেশন ভিডিএমএ-র প্রধান রাজেশ নাথ জানালেন, ‘‘আইএমএমই যবে থেকে শুরু হয়েছে, জার্মানির সঙ্গে তার ঘনিষ্ঠতাও তখন থেকে৷ আর প্রযুক্তিগত দিক থেকে, জার্মানির খনন যন্ত্র, বিশেষ করে ভূগর্ভে মাটি খোঁড়ার যন্ত্র বিশ্বের সেরা৷ এবং খনি যন্ত্র নির্মাণকারী সংস্থাগুলোর কাছে জার্মানির আলাদা গুরুত্ব আছে৷''
ভিডিএমএ-র দেওয়া হিসেব অনুযায়ী, খনি যন্ত্র ও যন্ত্রাংশের ক্ষেত্রে জার্মানির সঙ্গে ভারতের বিনিময় প্রতি বছরই নিয়মিতভাবে বাড়ছে৷ ২০০৩ আর্থিক বছরে যে বাণিজ্যের পরিমাণ ছিল ১.৩৬ মিলিয়ন ইউরো, ২০০৮ সালে সেটাই বেড়ে হয় ৯৬ মিলিয়ন ইউরো৷ ২০০৯ সালে বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণে ব্যবসা পড়ে গেলেও চলতি আর্থিক বছরে এর মধ্যেই ৯৪ মিলিয়ন ইউরোর জার্মান খনি যন্ত্র ভারতে বিক্রি হয়েছে৷ তার কারণ, ভারত ও চীনসহ অনেক দেশেই এখন নতুন করে খনিজ সম্পদ আহরণ শুরু হয়েছে৷ রাজেশ নাথ বললেন, ‘‘ভারত এবং চীন, এই দুই দেশে খনি ফের গুরুত্ব পাচ্ছে, যেখানে ইউরোপীয় দেশগুলোতে, বিশেষত জার্মানিতে খনন ক্রমশ বন্ধ হয়ে যাচ্ছে৷ ভারতে আমাদের জ্বালানির চাহিদার ৫৮ শতাংশই কয়লা থেকে মেটানো হয়৷ আর ভারতে যে হারে শিল্পের বৃদ্ধি হচ্ছে, তার জ্বালানির চাহিদা মেটাতে গিয়ে কয়লার উৎপাদনও বাড়াতে হচ্ছে৷''
ভারতে যে প্রচুর পরিমাণে বহুতল বাড়ি তৈরি হচ্ছে, তার জন্যও উঁচু ক্রেন ইত্যাদি যন্ত্রের চাহিদা ক্রমশ বাড়ছে৷ নির্মাণ যন্ত্রের ক্ষেত্রেও জার্মানি এখন ভারতে এক নম্বর রপ্তানীকারক দেশ৷
সুতরাং উদীয়মান ভারতের জ্বালানির চাহিদা মেটাতে কেবল খনি যন্ত্র নয়, নতুন ভারত গড়ার জন্যও কাজে লাগছে আধুনিক প্রযুক্তি এবং যন্ত্র, যার গায়ে ছাপ থাকছে, মেড ইন জার্মানি৷
প্রতিবেদন: শীর্ষ বন্দ্যোপাধ্যায়
সম্পাদনা: সঞ্জীব বর্মন