কলকাতায় সম্প্রীতির ঈদ
কোরবানি ঈদে কলকাতায় রাস্তাজুড়ে নামাজ। ছুটির মেজাজে সব সম্প্রদায়ের মানুষ।
আবেগের রাস্তা
বেলগাছিয়ার এই রাস্তা কলকাতার অন্যতম ব্যস্ত রাস্তা। কিন্তু ঈদের দিন এখানেই নামে মানুষের ঢল। রাস্তাজুড়ে নামাজ। ঈদের নামাজ এই রাস্তার অন্যতম ঐতিহ্য।
একাকী প্রার্থনা
কাতারে কাতারে মানুষ নেমে পড়েছেন রাস্তায়। তারই মাঝে নির্জনতা খুঁজে নিয়ে আরেকটু প্রার্থনা সেরে নিচ্ছেন এই ব্যক্তি।
ঈদের সাজ
চোখে সুরমা পরা ঈদের ঐতিহ্য। ঈদের দিন এই ব্যক্তির রোজগার হয় অনেক। হাজার হাজার মানুষকে সুরমা পরিয়ে দেন তিনি। এই টাকায় সারা বছরের সংসার চলে।
ভালোবাসার ঈদ
ঈদের নামাজ পুরনো বন্ধুকে খুঁজে পাওয়ার মঞ্চ। নামাজ শেষে দেখা হয়েছে দুই পুরনো বন্ধুর।
সম্প্রীতির ঈদ
এই বেলগাছিয়া অঞ্চলেই বিরাট প্যান্ডেল তৈরি করে বড় বড় দুর্গাপুজো হয়। আজ যারা ঈদ উদযাপন করছেন, পুজোয় তারাই ভিড় সামলাতে মঞ্চ তৈরি করেন ঠিক এই জায়গাতেই।
মসজিদের নামাজ
বেলগাছিয়া মসজিদের ভিতর নামাজের আয়োজন। বাইরে রাস্তাও তখন ভরে উঠেছে মানুষের ভিড়ে।
মন্দির-মসজিদ
একপাশে মন্দির, তার উল্টো দিকেই মসজিদ। সম্প্রীতির কলকাতায় এটাই পরিচিত ছবি।
হুজুরের কথা
নামাজের পর নীতিকথা শোনাচ্ছেন হুজুর। বৃষ্টি মাথায় নিয়ে সে কথা শুনছেন সকলে।
কোরবানির ঈদ
এই ঈদে স্বচ্ছল মানুষ দরিদ্রের সেবা করেন। কোরবানির পর খাবার দেওয়া সকলকে।
খাবারের আশায়
খাবার পাবেন বলে অপেক্ষা করছেন বহু মানুষ। কেউ অভুক্ত থাকবেন না।
বন্ধুদের ঈদ
কলকাতার ঈদে সব ধর্মের মানুষ যোগ দেন। নামাজের পর বন্ধুরা গল্পে মজেছেন। তারই ফাঁকে এক টুকরো ছবি।