1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতা বইমেলায় শ্রেষ্ঠ প্রকাশনা সংস্থা: সপ্তর্ষি প্রকাশন

দেবারতি গুহ৫ ফেব্রুয়ারি ২০০৯

৩৩-তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় এবার প্রথমবারের মতো শ্রেষ্ঠ প্রকাশনা সংস্থা নির্বাচন করেছে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড৷ পুরস্কারটি পেয়েছে অপেক্ষাকৃত নবীন প্রকাশনা সংস্থা ‘সপ্তর্ষি প্রকাশন’৷

https://p.dw.com/p/GnkB
কলকাতা বইমেলাছবি: DW

‘আমাদের জন্য' নামক একটি ছোট পত্রিকা প্রকাশ করতে করতেই একদিন কবীর সুমন বা সুমন চট্টোপাধ্যায়ের ''সুমনের গান, সুমনের ভাষ্য'' বইটি পুনঃপ্রকাশ করার ভূত চাপে সপ্তর্ষি প্রকাশনের সর্বেসর্বা স্বাতী এবং সৌরভ মুখোপাধ্যায়ের মাথায়৷ তখন ১৯৯৯ সাল৷ আর সেই থেকেই শুরু৷ এবারের বইমেলায় সপ্তর্ষি প্রকাশন প্রায় ৫১-টি বই প্রকাশিত করছে৷ যার মধ্যে অন্যতম সৌমিত্র চট্টোপাধ্যায় এবং অশ্রুকুমার সিকদার সম্পাদিত ‘এক্ষণ' পত্রিকা, শম্ভু মিত্রের ‘অভিনয়, নাটক, মঞ্চ', বাংলাদেশের শ্রেষ্ঠ কবিতা, কবীর সুমনের ‘দূরের জানালা' ইত্যাদি৷