স্বায়ত্তশাসন বাতিল করার হুমকি
১৯ অক্টোবর ২০১৭স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয় বৃহস্পতিবার ঘোষণা করেন যে, তাঁর সরকার স্পেনের সংবিধানের ১৫৫ নম্বর সূত্র অনুযায়ী, ব্যবস্থা নিতে চলেছেন – যা স্পেনের ইতিহাসে ইতিপূর্বে কখনো ঘটেনি৷ এই পন্থায় কাটালান এলাকার আঞ্চলিক স্বশাসন স্থগিত রাখা হবে ও নতুন প্রাদেশিক নির্বাচনের পথ উন্মুক্ত হবে৷
মাদ্রিদ সরকারের একটি বিবৃতিতে বলা হয়েছে, এই পদক্ষেপের উদ্দেশ্য হবে কাটালুনিয়ার স্বশাসনের বৈধতাকে পুনঃপ্রতিষ্ঠা করা৷
বিবৃতিতে আরো জানানো হয়েছে যে, ১৫৫ নম্বর সূত্র প্রয়োগ ও আনুষঙ্গিক পদক্ষেপ নেবার জন্য আগামী শনিবার মন্ত্রীসভার একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হচ্ছে৷ মন্ত্রীসভা পদক্ষেপগুলি অনুমোদন করলে, প্রস্তাবটি স্পেনীয় সেনেট, অর্থাৎ স্পেনীয় সংসদের উচ্চকক্ষে পাঠানো হবে৷ গোটা প্রক্রিয়াটি সমাপ্ত হতে এক সপ্তাহ সময় লেগে যেতে পারে৷
অপরদিকে আজ বৃহস্পতিবার রাখয় সরকারের একাধিক সদস্য বিরোধী সমাজতন্ত্রীদের সঙ্গে কথাবার্তা বলছেন ও সম্ভাব্য পদক্ষেপ সম্পর্কে তাদের অবহিত করেছেন৷
কেন্দ্রীয় সরকার বিশেষভাবে উল্লেখ করেছে যে, ১৫৫ নম্বর সূত্র প্রয়োগ করার চূড়ান্ত উদ্দেশ্য হলো, ‘‘কাটালুনিয়ার নাগরিকসহ স্পেনীয়দের সাধারণ স্বার্থ সুরক্ষিত করা এবং স্বশাসিত সমাজটিতে সাংবিধানিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করা৷'' অপরদিকে পুইদেমন হুমকি দিয়েছেন যে, ১৫৫ নম্বর সূত্র প্রয়োগ করা হলে কাটালুনিয়ার স্বাধীনতা ঘোষণা মুলতুবি রাখার নির্দেশ প্রত্যাহার করা হবে৷
কেন্দ্রীয় সরকারের চরমপত্রের মেয়াদ ছিল বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল দশটা (গ্রিনউইচ মান সময় সকাল আটটা) অবধি৷ সেই মেয়াদ যখন শেষ হচ্ছে, তখনও কাটালুনিয়ার প্রেসিডেন্ট কার্লেস পুইদেমন তাঁর অবস্থান থেকে সরে দাঁড়াতে অস্বীকার করেছেন৷ পরিবর্তে পুইদেমন পুনরায় স্পেনের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলাপ-আলোচনার ডাক দিয়েছেন৷ কেন্দ্রীয় সরকার যদি ‘‘সংলাপে বাধা সৃষ্টি ও নিপীড়নের পন্থা চালিয়ে যান'', তাহলে বার্সেলোনার প্রাদেশিক সংসদ সরকারিভাবে স্বাধীনতার পক্ষে ভোট দিতে পারে বলে পুইদেমন সাবধান করে দেন৷ ‘‘(কাটালান) সংসদ ১০ই অক্টোবরের স্বাধীনতা ঘোষণার উপর যে ভোট অনুষ্ঠান করেনি'', এবার তাই করা হবে বলে পুইদেমন ঘোষণা করেন৷
ইতিমধ্যেই স্বাধীন?
বৃহস্পতিবারের দ্বিতীয় চরমপত্রের মেয়াদ শেষ হয়েছে, কিন্তু পুইদেমন এখনও ‘স্পষ্ট এবং সহজ' হ্যাঁ কিংবা না'র মাধ্যমে মাদ্রিদ সরকারকে জানাননি, তিনি কাটালুনিয়ার স্বাধীনতা ঘোষণা করেছেন কিনা৷ কাজেই কেন্দ্রীয় সরকার পূর্বঘোষিত অভিপ্রায় মতো সংবিধানের ১৫৫ নম্বর সূত্রকে সক্রিয় করতে চলেছেন৷
পুইদেমনের রাজনৈতিক দিকনির্দেশ যতোই দৃঢ় বলে মনে হোক না কেন, বস্তুত কাটালুনিয়ার মানুষ স্পেন থেকে বিচ্ছিন্ন হবার ব্যাপারে দ্বিধাবিভক্ত৷ বিগত কয়েক বছরে অঞ্চলটিতে স্বাধীনতার প্রবক্তা ও বিরোধীরা লক্ষ লক্ষ মানুষের প্রতিবাদ সমাবেশ করেছেন – আগামীতেও যা ঘটতে চলেছে, বলে প্রকাশ৷
ক্রিস্তিনা কুরাক/এসি