‘কারও মুখ বন্ধ করতে হত্যা করা বোকামি'
১৮ মার্চ ২০১৫বিজ্ঞাপন
টুইটারে অনেকেই ব্লগার রাজীব হত্যা মামলার আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠনের খবরটি শেয়ার করছেন৷ ডয়চে ভেলের গ্রেহেম লুকাসও আছেন তাঁদের মধ্যে৷
ডয়চে ভেলে বাংলা বিভাগের ফেসবুক পাতায়ও এ খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে৷ সেখানে আব্দুল্লাহেল ফরিদ রাজীব হত্যাকাণ্ডের বিচারের পক্ষে মত জানাতে গিয়ে লিখেছেন, ‘‘কারও মুখ বন্ধ করতে হত্যা করা বোকামি৷ এভাবে চিন্তা বা আদর্শকে অবরুদ্ধ করা যায় না৷ ওই আদর্শ অন্যের হাত ধরে এগিয়ে যাবে৷'' আহসান টিটু মনে করেন নাস্তিক হলেও কাউকে মেরে ফেলাটা প্রকৃত অর্থে ইসলাম ধর্মবিরোধী৷ তাঁর মতে, ‘‘নবী বলেছিলেন, এদের জ্ঞান দাও প্রভু ; এদের ক্ষমা করো৷ আর এ মোল্লারা বলেছে হত্যা কর!''
সংকলন: আশীষ চক্রবর্ত্তী
সম্পাদনা: দেবারতি গুহ