কালবৈশাখীর হানায় ভারতে ৭৬ জন মৃত
১৪ এপ্রিল ২০১০মঙ্গলবার গভীর রাতে ১০০ মাইল অর্থাৎ ১৬০ কিলোমিটার বেগে পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যের উত্তরপূর্ব এলাকার ওপর দিয়ে এই ঝড় বয়ে যায়৷ বাংলাদেশের রংপুর জেলায় এই ঝড়ে কয়েক হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে৷ বিদ্যুতের সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়৷
পশ্চিম বঙ্গের সিভিল ডিফেন্স দপ্তরের মন্ত্রী শ্রীকুমার মুখার্জি বলেন, ‘‘ঝড়ে বাড়ির দেয়াল ধসে বেশিরভাগ প্রাণহানির ঘটনা ঘটেছে''৷ তিনি জানান, প্রায় পঞ্চাশ হাজার ঘর ধসে পড়েছে৷
রংপুরে পুলিশ ট্রেনিং সেন্টারের দেয়াল ধসে সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন মারা যান৷ আহত হয়েছেন আরো সাতজন ৷
প্রশাসন জানিয়েছে ২০ মিনিট স্থায়ী এই ঝড়ে রংপুর জেলার কাইনিয়া, মিঠাপুকুর, বদরগঞ্জ ও সদর উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ জেলা প্রসাশক বিএম এনামুল হক জানান, ঝড়ে শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রায় পাঁচ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে৷
প্রতিবেদক: আসফারা হক
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক