1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কালো টাকা প্রতিরোধে আইন

২০ জুলাই ২০১১

নির্বাচনে কালো টাকা প্রতিরোধে আইন করতে যাচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন৷ নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন জানিয়েছেন একথা৷

https://p.dw.com/p/11zbZ
নির্বাচনে কালো টাকার খেলা নতুন কিছু নয়৷ছবি: Mustafiz Mamun

এছাড়াও নির্বাচনের সময় প্রতিরক্ষা, স্থানীয় সরকার, স্বরাষ্ট্র এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত কোন নীতিগত সিদ্ধান্ত নিতে হলে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচানার বাধ্যবাধকতা বিষয়ক আইনও করা হবে৷

নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন জানান, রাজনৈতিক দলগুলোর সংলাপে বার বারই উঠে এসেছে নির্বাচনে কালো টাকার খেলার কথা৷ আর উঠে এসেছে প্রার্থীদের অনিয়ন্ত্রিত ব্যয়ের অভিযোগ৷ আগের নির্বাচনগুলোতে কমিশন কালো টাকা এবং ব্যয় নিয়ন্ত্রণের চেষ্টা করেও তা পারেনি৷ তাই কমিশন এবার প্রতিটি সংসদীয় এলাকায় উপজেলা পর্যন্ত মনিটরিং টিম গঠনের আইনি বাধ্যবাধকতা তৈরি করা হচ্ছে৷

তিনি বলেন, নির্বাচনের আগে উন্নয়নমূলক কাজ না করার জন্য সরকারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে চিঠি দিয়ে সতর্ক করা হয়৷ কিন্তু আইনি বাধ্যবাধকতা না থাকায় তা অনেক ক্ষেত্রেই কার্যকর হয়না৷ এবার আইন করে তা কার্যকর করার ব্যবস্থা করা হবে৷

গতকাল বিএনপির সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের কথা থাকলেও তারা কমিশনে যায়নি৷ প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা জানান, আজও তারা সংলাপে আসতে পারেন৷ তারা আজ সংলাপে অংশ না নিলে কমিশন তাদের জন্য অপেক্ষা করবেনা৷ এপর্যন্ত যেসব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে তার ভিত্তিতেই কমিশন রিপোর্ট প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহন করবে, জানান তিনি৷

এদিকে আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন কমিশনের গতকালের নির্ধারিত সংলাপ হয় নি৷ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল কমিশনে গিয়ে তাদের অপরাগতার কথা আনুষ্ঠানিকভাবে জানায়৷ আওয়ামী লীগের সঙ্গে আগষ্টের প্রথম সপ্তাহে সংলাপ করবে কমিশন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক