1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাশ্মীরে এনকাউন্টারে মৃত ছয়

৩০ ডিসেম্বর ২০২১

জম্মু ও কাশ্মীর পুলিশ দাবি করেছে, তাদের সঙ্গে এনকাউন্টারে ছয়জন জইশ জঙ্গি মারা গেছে। তার মধ্যে দুইজন পাকিস্তানি।

https://p.dw.com/p/44yOi
প্রতীকী ছবি।ছবি: Faisal Khan/AA/picture alliance

পুলিশ জানিয়েছে, অনন্তনাগ এবং কুলগামে দুইটি আলাদা এনকাউন্টারে ছয় জঙ্গির মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে পুলিশের অ্যান্টি টেরর অপারেশন শুরু হয়। প্রথমটি নওগাম-অনন্তনাগে এবং দ্বিতীয়টি কুলগাম জেলার মিরহামা গ্রামে।

কাশ্মীরের আইজি বিজয় কুমারকে উদ্ধৃত করে পুলিশ টুইট করে জানিয়েছে, ছয়জন জঙ্গিই জইশ-ই-মোহাম্মদের সদস্য। তাদের মধ্যে দুইজন পাকিস্তানি, দুইজন স্থানীয় মানুষ এবং বাকি দুইজনকে চিহ্নিত করার কাজ চলছে। পুলিশের দাবি, এটা তাদের কাছে একটা বড় সাফল্য।

কাশ্মীরে বন্দুক তৈরির হস্তশিল্প কি শেষ হতে চলেছে?

নওগাম-অনন্তনাগে পুলিশ ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই হয়। একজন পুলিশ কর্মী গুলিতে আহত হয়েছেন। এখানে এক পাকিস্তানি সহ তিনজন মারা গেছে বলে পুলিশ জানিয়েছে। অনন্তনাগের এনকাউন্টার শেষ হওয়ার পরেই মিরহামা গ্রামে অপারেশন শুরু হয়। সেখানে দ্রুত অপারেশন শেষ হয় পুলিশের দাবি। এখানেও এক পাকিস্তানি সহ তিন জঙ্গি মারা গেছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের সন্দেহ, আরো একজন জঙ্গি ওই এলাকায় আছে। তার খোঁজ চলছে।

জিএইচ/এসজি(পিটিআই, এনডিটিভি)