1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কিউবার বিরুদ্ধবাদী ফারিনিয়াস পেলেন সাখারভ পুরস্কার

১৫ ডিসেম্বর ২০১০

ইউরোপীয় সংসদের চলতি বছরের মানবাধিকার পুরস্কার - সাখারভ পুরস্কার দেয়া হলো কিউবার বিরুদ্ধবাদী গিলার্মো ফারিনিয়াসকে৷ বুধবার স্ট্রাসবুর্গে তাঁর অনুপস্থিতিতে পুরস্কারটি দেয়া হয়, কারণ কিউবার সরকার তাঁকে কিউবা ছাড়তে দেয়নি৷

https://p.dw.com/p/Qaw1
গিলার্মো ফারিনিয়াসছবি: AP

বিরুদ্ধবাদী ও বিরোধী ব্যক্তিত্ব গিলার্মো ফারিনিয়াস দ্বীপরাষ্ট্র কিউবার রাজনৈতিক বিরোধীদের পক্ষে বহুবার আমরণ অনশন করেছেন৷ ৪৮ বছর বয়েসি মনোস্তাত্ত্বিক ও সাংবাদিক ফারিনিয়াস এ বছর ১৩৫ দিন অনশন করেন ২৬ জন অসুস্থ বিরোধী ব্যক্তির মুক্তির লক্ষ্যে৷ তিনি অনশন ভঙ্গ করেন সে দেশের ক্যাথলিক চার্চের সরকারের একটি সমঝোতা প্রস্তাব ঘোষণার পর৷ প্রস্তাবে বলা হয় পর্যায়ক্রমে রাজনৈতিক বিরোধীদের মুক্তি দেয়া হবে৷ এঁদের মধ্যে রয়েছেন ৭৫ জন বিরুদ্ধবাদী - যাঁদেরকে গ্রেফতার করা হয়েছিল দুই হাজার তিন সালে৷

ফারিনিয়াস অনশন ধর্মঘট শুরু করেন চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি রাজনৈতিক বন্দি অর্লান্ডো সাপাতা তামায়ো এর মৃত্যুর একদিন পর৷ তামায়ো ছিলেন একজন সাধারণ শ্রমিক৷ তিনি ৮৬ দিন অনশন করেন রাজনৈতিক বন্দিদের বন্দি জীবনের বিভিন্ন শর্তের উন্নতির জন্য৷ ফারিনিয়াস অনশন ধর্মঘটের বেশির ভাগ সময় কাটান সান্টা ক্লারা নামক একটি হাসপাতালের ইনটেনসিভ স্টেশনে৷ এত কিছু সত্ত্বেও কিউবার সরকারের সমালোচক ফারিনিয়াস মনে করেন, তাঁর দেশে ইতিমধ্যে পরিবর্তন ঘটেছে৷

NO FLASH Kuba Guillermo Farinas
ফারিনিয়াস মোট ২৩টি অনশন ধর্মঘটে অংশ গ্রহণ করেনছবি: picture-alliance/dpa

ফারিনিয়াস মোট ২৩টি অনশন ধর্মঘটে অংশ গ্রহণ করেন৷ প্রথমে কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিডেল কাস্ট্রো এবং পরে তাঁর ভাই রাউল এর সরকারের বিরুদ্ধে৷

এক বিপ্লবীর ছেলে হিসেবে ফারিনিয়াস ১৯৬৫ সালে কঙ্গো-সংকটের সময় চে গুয়েভারা এর পাশে থেকে লড়াই করেন৷ তিনি তাঁর সংগ্রামী জীবন শুরু করেন তাঁর বাবার মতই অস্ত্র হাতে এবং যুবা বয়সে অংশ গ্রহণ করেন কিউবার বিপ্লবে৷

মানবাধিকার ক্ষেত্রে তাঁর বিভিন্ন তত্পরতার স্বীকৃতি হিসেবে দুই হাজার ছয় সালে রিপোর্টার উইদাউট বডার্স ফারিনিয়াসকে মানবাধিকার পুরস্কার প্রদান করে৷ একই বছর তিনি লাভ করেন ভিয়েনা শহরের মানবাধিকার পুরস্কার৷

প্রতিবেদন: আবদুস সাত্তার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক