শিশুদের কম্পিউটার প্রোগ্রামিং
২ অক্টোবর ২০১৪এখনো অক্ষরজ্ঞান হয় নি, অথচ কম্পিউটার প্রোগ্রামিং করছে এক শিশু৷ এমন ঘটনা আর বিস্ময়ের কারণ থাকবে না, যদি ‘স্ক্র্যাচজুনিয়র' নামের একটি অ্যাপ হাতে এসে যায়৷ এই প্রোগ্রামিং অ্যাপ কোনো জটিল কোডিং পদ্ধতি ও অঙ্কের ধার ধারে না – এটি কাজে লাগিয়ে খেলাচ্ছলেই ছবির টুকরো নিয়ে নাড়াচাড়া করে ইন্টারঅ্যাকটিভ গল্প ও গেমস তৈরি করা যায়৷ এই সব মালমশলা দিয়ে শিশুরা গল্পের চরিত্র সৃষ্টি করতে পারবে৷ সেগুলি লাফালাফি করতে পারবে, কথা বলতে পারবে৷ তাদের আকারও বদলানো যাবে৷ গ্রাফিক এলিমেন্ট পছন্দ না হলে ‘পেন্ট এডিটর'-এর সাহায্যে তা বদলানো যাবে৷ ইচ্ছা হলে নিজেদের কণ্ঠ ও শব্দও ঢোকানো যাবে৷ এমনকি নিজেদের ছবিও সেই গল্পে শামিল করা যাবে৷
ম্যাসেচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি বা এমআইটি-র বিজ্ঞানীরা এমন সহজ পথে প্রোগ্রামিং সম্ভব করতে চান৷ তাঁদেরই একজন মিশেল রেসনিক৷ তাঁর মতে, কম্পিউটার প্রোগ্রামিং মানেই জটিল, এমনটা ভাবার কোনো কারণ নেই৷ তাঁর সহকর্মী টাফটস বিশ্ববিদ্যালয়ের মারিনা উমাশি বলেন, শিশুরা ক্লাস ফোর থেকেই অঙ্ক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে নিজেদের অবস্থান স্থির করে৷ অর্থাৎ তারা এ সব বিষয়ে ভালো না খারাপ, সেই ধারণা বদ্ধমূল হতে শুরু করে৷ ফলে এই পর্যায়ে তাদের কম্পিউটার কোডিং-এর কোনো প্রোগ্রাম দিলে অনেক দেরি হয়ে যায়৷ কাঁচা মনেই দাগ কাটা অনেক জরুরি৷ তবে সব শিশুকেই প্রোগ্রামার হতে হবে না৷ কিন্তু এমন অ্যাপ নিয়ে নাড়াচাড়া করলে তাদের চিন্তাভাবনার প্রক্রিয়ার মধ্যে যুক্তির ছাপ বাড়বে বলে বিশেষজ্ঞরা আশা করছেন৷
শিশুদের মধ্যে সৃজনশীলতা ও যুক্তি সম্পর্কে সচেতনতা বাড়াতে অ্যামেরিকার জাতীয় বিজ্ঞান ফাউন্ডেশন এই প্রকল্পে ১৩ লক্ষ ডলার অনুদান দিয়েছে৷ বিনামূল্যের এই অ্যাপ পরীক্ষামূলকভাবে একটি স্কুলে ব্যবহারও করা হচ্ছে৷ গত জুলাই মাসে আইপ্যাড প্ল্যাটফর্মে এটি চালু করা হয়েছে৷ সেখানে ৭ বছরের দুটি শিশু এই অ্যাপ ব্যবহার করে খুব খুশি৷ সংবাদ সংস্থা এপি-কে তারা হাতেনাতে তাদের গল্প তৈরির কায়দা দেখিয়েছে৷
এসবি / জেডএইচ (এপি)