কৃষক, শ্রমিকের সহায়তার পরিকল্পনায় ফেসবুক
১৩ অক্টোবর ২০১৪ভারতে এক সম্মেলনে তিনি বলেন, শুধুমাত্র সমাজের ধনী ও প্রভাবশালী লোকদের জন্য প্রযুক্তি তৈরি হয়নি, সমাজের সবার কাছে প্রযুক্তিকে নিয়ে যেতে হবে৷ ‘‘আমরা মনে করি, কানেক্টিভিটি হলো এক ধরণের মানবাধিকার'', বলেন সাকারবার্গ৷
শুধু নীতিবাক্য উচ্চারণ করেই ক্ষান্ত হননি ফেসবুক প্রতিষ্ঠাতা, তিনি জানান তাঁর প্রতিষ্ঠান একটি প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে৷ সেখান থেকে এমন সব অ্যাপ ডেভেলপারদের খুঁজে বের করা হবে যাদের সৃষ্টি উন্নয়শীল বিশ্বের কৃষক, অভিবাসী শ্রমিক, শিক্ষার্থী ও নারীদের উপর বিরাট প্রভাব ফেলবে৷ এ জন্য এক মিলিয়ন ডলারের তহবিল বরাদ্দের কথাও জানান সাকারবার্গ৷
ডেভেলপাররা স্থানীয় ভাষায় অ্যাপগুলো নির্মাণ করতে পারবেন৷
ফেসবুকে ‘টোয়লাইট'!
হ্যাঁ, ফেসবুকে এবার ছবি মুক্তি পাবে৷ বিখ্যাত ভ্যাম্পায়ার-মুভি টোয়লাইটের অনুসরণে শর্টফিল্ম নির্মাণ করবেন নবীন নারী পরিচালকরা৷ সেগুলোর মধ্য থেকে অন্তত পাঁচটি মুভি বেছে নেবেন বিচারকরা৷ নির্বাচিত সেই শর্টফিল্মগুলোই আগামী বছর ফেসবুকে মুক্তি দেয়া হবে৷
বিচারক প্যানেলের অন্য সদস্যদের মধ্যে থাকবেন টোয়লাইট সিরিজের উপন্যাসগুলোর লেখক স্টেফেনি মায়ার আর টোয়লাইট ছবির অন্যতম তারকা ক্রিস্টিন স্টুয়ার্ট৷
জেডএইচ/ডিজি (ডিপিএ, এপি)