কেনাকাটার সময় অস্ট্রিয়ায় মাস্ক পড়া বাধ্যতামূলক
৩১ মার্চ ২০২০অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্ৎস ঘোষণা করেছেন, আগামী বুধবার থেকে সুপারমার্কেটগুলির ঢোকার দরজায় ক্রেতাদের মাস্ক বিতরণ শুরু হবে৷
কুর্ৎস বলেন, করোনা সংক্রমণে বহু মানুষ মারা যাবে, যা এড়ানো সম্ভব নয়৷ তবে সবাইকে সর্বাত্মক চেষ্টা করতে হবে যাতে, মৃত্যুর হার আরো কমিয়ে আনা যায়৷
শপিংয়ের সময় ক্রেতাদের মধ্যে দূরত্ব বজায় রাখার জন্য মাস্ক কোনো বিকল্প নয়। তবে করোনা ভাইরাস ছড়ানো কমাতে মাস্ক ব্যবহার একটি অতিরিক্ত ব্যবস্থা৷ এই মাস্কগুলোও উঁচু মানের, যা সাধারণত স্বাস্থ্যকর্মীরা ব্যবহার করে থাকেন৷ কর্মক্ষেত্রেও মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করা উচিত, একথাও বেশ স্পষ্টভাবে চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্ৎস এরই মধ্যে জানিয়েছেন৷
এই মাস্ক অবশ্য জনগণকে নিজেদেরই কিনে নিতে হবে, তবে সেগুলোর দাম খুব বেশি নয়৷ ৩৩ বছর বয়সি কুর্ৎস জানান, পশ্চিম ইউরোপের প্রথম দেশ হিসেবে অস্ট্রিয়া এই পদক্ষেপটি বাস্তবায়ন করলো৷
এনএস/এডিকে(ডিপিএ,এফপি,রয়টার)
৪ ফেব্রুয়ারির ছবিঘরটি দেখুন...