1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কেমন চলছে মাদ্রাসায় যৌনশিক্ষা

হারুন উর রশীদ স্বপন ঢাকা
২২ আগস্ট ২০১৯

‘জেনারেশন ব্রেক থ্রু' প্রকল্পের আওতায় বাংলাদেশের মাদ্রাসাগুলোতেও যৌন শিক্ষা দেয়া হচ্ছে৷ একশ মাদ্রাসা এই প্রকল্পের আওতায় আছে৷ শুরুর দিকে অনেক সমস্যা হলেও এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা৷

https://p.dw.com/p/3OLOF
Bangladesch Islam - Szenen aus Madrasa
ছবি: DW/M. Mamun

২০১০ সাল থেকে মাধ্যমিকের পাঠ তালিকায় স্বাস্থ্যশিক্ষা অন্তর্ভুক্ত হয়৷ ২০১৪ সাল থেকে সেক্স এডুকেশনের জন্য শুরু হয় ‘জেনারেশন ব্রেক থ্রু' প্রকল্প৷ প্রকল্পের প্রথম পর্যায় ২০১৮ সালে শেষ হয়৷ এখন দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে৷ প্রথম পর্যায়ে ঢাকাসহ চারটি জেলার তিনশ' হাইস্কুল ও ৫০টি মাদ্রাসাকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়৷ দ্বিতীয় পর্যায়ে আলাদা পাঁচটি জেলায় দুইশ' হাইস্কুল এবং ৫০টি মাদ্রাসাকে অন্তর্ভূক্ত করা হয়েছে বলে ডয়চে ভেলেকে জানান প্রকল্পটির প্রধান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন৷

তিনি বলেন, ‘‘দুই পর্যায়ে আমরা মোট একশ' মাদ্রাসাকে এই প্রকল্পের আওতায় নিলাম৷ মাদ্রাসা এবং সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে আমরা একই পদ্ধতিতে কাজ করি৷ আর আমাদের পদ্ধতি হলো এন্টারটেইনিং৷ মেয়েদের জন্য নারী এবং ছেলেদের জন্য পুরুষ প্রশিক্ষক থাকেন৷ ১৫ থেকে ১৯ বছরের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়া হয়৷''

প্রতিটি প্রতিষ্ঠানে চারজন শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হয়৷ তারাই জেনারেশন ব্রেক থ্রু'র প্রশিক্ষণ দেয় শিক্ষার্থীদের৷ আর এর মূল উদ্দেশ্য হলো দুইটি৷ লৈঙ্গিক সাম্যের ব্যাপারে সচেতন করা এবং প্রজনন স্বাস্থ্য ও অধিকার সম্পর্কে ধারণা দেয়া বলে জানান প্রকল্প পরিচালক৷

এই প্রকল্প বাস্তবায়নে নিয়োজিত কনসার্নড উইমেন ফর ডেভেলপমেন্টের টেকনিক্যাল অফিসার ইয়াসমিন আক্তার জানান, ‘‘আমরা রিপ্রোডাকটিভ হেলথ-এর জন্য শিক্ষা প্রতিষ্ঠানে কর্নার তৈরি করে দিই৷  সেখানে এ সংক্রান্ত তথ্য থাকে৷ শিক্ষার্থীরা ক্লাবের মত এখান থেকে নিজেরাই শেখে৷ আর জেন্ডার সমতার জন্য ক্লাসেই নানা গেম, রোল ও ক্যারেক্টারের মাধ্যমে কাজ করি৷''

ড. মোহাম্মদ জাহাঙ্গীর

তিনি বলেন, ‘‘মাদ্রাসায় কাজ করতে গিয়ে প্রথম দিকে সমস্যা হয়েছে৷ এটা নিয়ে মাদ্রাসা শিক্ষকদের মধ্যে এক ধরনের আড়ষ্টতা ছিলো৷ তারা এটাকে কিভাবে উপস্থাপন করবেন, এই ধরনের সমস্যা ছিলো৷ কিন্তু মাদ্রাসা শিক্ষকদের প্রশিক্ষণ দেয়ার পর তাদের এই জড়তা কেটে যায়৷ শিক্ষার্থীরাও আসলে বিষয়গুলো সম্পর্কে  আগে খেকেই জানেন৷ কারণ মাদ্রাসার বইয়েও স্বাস্থ্য শিক্ষা বিষয়টি আছে৷''

তিনি বলেন, ‘‘বিষয়টি নির্ভর করে উপস্থাপনার ওপর৷ সেক্স এবং সেক্সুয়ালিটির পার্থক্য জানেন না অনেকেই৷ তারা সেক্স বলতে বোঝেন যৌনকর্ম৷ এজন্য আরো মোটিভেশন দরকার৷ মাদ্রাসাগুলোতে আমরা চেষ্টা করছি৷ তবে পুরোপুরি যে ট্যাবু ভাঙছে তা নয়৷''

ঢাকার তেজগাঁও এলাকার মদিনাতুল উলুম মহিলা কামিল মাদ্রাসায় জেনারেশন ব্রেক থ্রু প্রকল্প বাস্তবায়ন হচ্ছে৷ এই প্রকল্পের আওয়তায় যৌন শিক্ষার প্রশিক্ষণ নিয়েছেন সহকারী শিক্ষক মাকসুদা আক্তার৷ তিনি এখন ছাত্রীদের এই বিষয়ে প্রশিক্ষণ দেন৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘আগে আমরা বিষয়গুলো জানতাম না৷ আমাদের প্রশিক্ষণ ছিলো না৷ তাই অনেকে নেতিবাচকভাবে দেখতো৷ তবে এখন আমার কাছে মনে হচ্ছে এটার প্রয়োজন আছে৷ বয়ঃসন্ধিকাল, আচরণ, আত্মরক্ষা এগুলো জানা দরকার৷ শিক্ষার্থীরাও ক্লাস করে উপকৃত হচ্ছেন৷ তারা বেশ আনন্দের সাথেই শেখে৷ তারা আমাদের লিখিত মতামত দেন৷ সেখানেও তারা এর উপকারের কথা বলেছেন৷ তবে অভিভাবকরা মাঝেমধ্যে আপত্তি করেন৷ মাদ্রাসা তো তাই৷ তবে আমি এর মধ্যে ক্ষতিকর কিছু দেখি না৷''

মাকসুদা আক্তার

ডেমরার দারুজান্নাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায়ও সেক্স এডুশেনের এই প্রকল্প আছে৷ মাদ্রাসাটির অধ্যক্ষ মাওলানা আবুবকর সিদ্দিকও এটাকে ইতিবাচকভাবে দেখেন৷ তিনি বলেন, ‘‘ছাত্রদের ক্লাশ ও প্রশিক্ষণ আমি দেখেছি৷ আমার কাছে মনে হয়েছে তাদের কিছু না কিছু উপকার হচ্ছে৷ এটাকে আমার ইসলামের সঙ্গে সাংঘর্ষিক মনে হয়নি৷''

তবে যাত্রাবাড়ির তামিরুল মিল্লাত মাদ্রাসার অধ্যক্ষ ড. আবু ইউসুফ মনে করেন, যৌন শিক্ষা এভাবে দেয়ার দরকার নেই৷ এগুলো এমনিতেই মানুষ শেখে৷ বরং এতে ক্ষতি হতে পারে বলে তিনি মনে করেন৷ তিনি বলেন, ‘‘যেহেতু আমাদেরটা সরকারি এমপিওভুক্ত মাদ্রাসা, তাই বাধ্য হয়ে আমরা সরকারি চাপে এই প্রকল্প পরিচালনা করছি৷''

কিন্তু ওই মাদ্রাসারই সহকারী শিক্ষক এবং ব্রেক থ্রু প্রকল্পের প্রশিক্ষক জিয়াউর রহমান বলেন, ‘‘প্রশিক্ষণ নেয়ার আগে আমার কাছেও যৌন শিক্ষার বিষয়টি ভালো লাগেনি৷  কিন্তু এখন আমার কাছে বিষয়গুলো পরিষ্কার৷ প্রজনন স্বাস্থ্যসহ আরো যা আমরা ছাত্রদের শিখাই তা অনেক প্রয়োজন৷ ছাত্ররাও এখন আগ্রহ নিয়ে শেখেন৷ ধীরে ধীরে এটা নিয়ে ভুল ধারণা ভেঙে যাচ্ছে৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য