কোন দেশের নির্বাচনে কত ব্যয়?
যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ১৪.৪ বিলিয়ন ডলার খরচ হয়েছিল৷ এটিই এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন৷
ভারত
২০১৯ সালে অনুষ্ঠিত নির্বাচন ভারতের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন ছিল৷ নতুন দিল্লির সেন্টার ফর মিডিয়া স্টাডিজ বলছে, ঐ নির্বাচনে প্রায় আট বিলিয়ন ডলার খরচ হয়েছে৷ রাজনীতিবিদেরা বিজ্ঞাপন, ব়্যালি, উপহার খাতে অনেক অর্থ খরচ করেছেন বলে জানিয়েছে সংস্থাটি৷
যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের সাবেক সংস্থা ‘সেন্টার ফর রেসপনসিভ পলিটিক্স’ বা সিআরপির (বর্তমান ওপেনসিক্রেটস নামে পরিচিত) হিসেব বলছে, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ১৪.৪ বিলিয়ন ডলার খরচ হয়েছে৷ ২০১৬ সালে ব্যয় হয়েছিল প্রায় আট বিলিয়ন ডলার৷
ব্রাজিল
ল্যাটিন অ্যামেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিলে ২০২২ সালের নির্বাচনে প্রার্থীরা ২.৪ বিলিয়ন ডলার খরচ করেছিলেন৷
যুক্তরাজ্য
২০১৯ সালের নির্বাচনের আগে প্রচারণার সময়কাল ছিল এক মাসের কিছু বেশি৷ নির্বাচনের আগে প্রার্থীদের ব্যয়ের বিষয়ে কঠোর সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল৷ সে কারণে দেশটির নির্বাচন কমিশনের হিসেবে ২০১৯ সালের নির্বাচনে প্রার্থী, রাজনৈতিক দল ও অন্যান্য রাজনৈতিক গোষ্ঠীগুলো মাত্র ৬৮ মিলিয়ন ডলার খরচ করেছিলেন৷ যুক্তরাষ্ট্রের সিআরপি বলছে, ২০২২ সালে মিসৌরি রাজ্যে সেনেট নির্বাচনে খরচ হয়েছিল ৬৫ মিলিয়ন ডলার৷
ফ্রান্স
দেশটিতেও খরচের বিষয়ে কঠোর নীতিমালা রয়েছে৷ ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ১২ জন প্রার্থী ৮৮ মিলিয়ন ডলার খরচ করেছিলেন বলে দেশটির সরকার জানিয়েছে৷ এর মধ্যে প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ সবচেয়ে বেশি ১৬.৭ মিলিয়ন ইউরো খরচ করেছিলেন৷
জার্মানি
২০১৭ সালের সংসদ নির্বাচনে দলগুলো ১০৯.৬ মিলিয়ন ডলার ব্যয় করেছিল বলে কেন্দ্রীয় পরিসংখ্যান কার্যালয় জানিয়েছে৷ ২০২১ সালের সবশেষ অনুষ্ঠিত সংসদ নির্বাচনে সেটি বেড়ে ১১৬ মিলিয়ন ডলার হতে পারে বলে জানিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷