কোলনে জিম্মিদশা থেকে তরুণী মুক্ত, জিম্মিকারী আটক
১৫ অক্টোবর ২০১৮সোমবার কোলন কেন্দ্রীয় রেলস্টেশনে এক নারীকে জিম্মি করে এক ব্যক্তি৷ কিছুক্ষণ পর ঘটনাস্থল ওই ফার্মেসিটিতে পুলিশ অভিযান চালালে দুটি গুলির শব্দ শোনা যায়৷
কর্তৃপক্ষ জানিয়েছে, অপরাধী গুরুতর আহত হয়েছে৷
ডয়চে ভেলের ডেভিড মার্টিন জানিয়েছেন, এই জিম্মি ঘটনার সাথে জঙ্গিবাদের সম্পর্ক রয়েছে কিনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ৷
পরিস্থিতি এখন সম্পূর্ণ ‘নিয়ন্ত্রণে' রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ৷ জিম্মি হওয়ার সময় সামান্য আহত হওয়া তরুণীকে প্রথমিক চিকিৎসা দেয়া হচ্ছে৷
রেল চলাচল বিঘ্নিত
জিম্মি ঘটনা জানাজানির সাথে সাথেই পুরো রেলস্টেশন খালি করে দেয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ৷ জার্মানির রেল নেটওয়ার্কে অন্যতম জংশন কোলন রেলস্টেশন৷
জার্মানির রেল চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থা ডয়চে বান জানিয়েছে, পরবর্তী নিদেশ না দেয়া পর্যন্ত দূরপাল্লাসহ সব রেল চলাচল বন্ধ থাকবে৷
রেলস্টেশনের আশেপাশের এলাকা এড়িয়ে চলতে স্থানীয়দের পরামর্শ দেয়া হয়েছে৷
ঘটনাস্থলে অবস্থান করা ডয়চে ভেলের ডানা রেগেভ জানিয়েছেন, পুলিশ ফার্মেসিতে অভিযান চালানোর আগে কোলনের ক্রাইসিস নেগোসিয়েশন ইউনিটও ঘটনাস্থলে উপস্থিত ছিল৷
এডিকে/এসিবি (এএফপি, ডিপিএ, এপি, রয়টার্স)