কোয়ার্টার ফাইনালে ওঠা দলগুলো
৪ জুলাই ২০১৮এই দুই ম্যাচের বিজয়ীরা ১০ জুলাই সেমিফাইনালে মুখোমুখি হবে৷
এরপর আগামীকাল শনিবার হবে ইংল্যান্ড বনাম সুইডেন ও ক্রোয়েশিয়া বনাম রাশিয়ার ম্যাচ৷ ১১ জুলাই সেমিফাইনাল খেলার লক্ষ্যে মাঠে নামবে তারা৷
ফ্রান্স-উরুগুয়ে
কোয়ার্টারে আট দলের মধ্যে মাত্র তিনটি দল এখন পর্যন্ত খেলা চার ম্যাচের সবকটিতে জিতেছে৷ দল তিনটি হচ্ছে উরুগুয়ে, বেলজিয়াম আর ক্রোয়েশিয়া৷ এই তিন দলের মধ্যে আবার উরুগুয়ে চার ম্যাচে মাত্র একটি গোল খেয়েছে৷ তাদের দুই ডিফেন্ডার গোডিন ও গিমেনেজকে পেছনে ফেলে ঐ এক গোল করতে সমর্থ হয়েছে শুধু পর্তুগাল৷ এবার ফ্রান্সকে সেটি করে দেখাতে হবে৷ সেজন্য অবশ্য ফ্রান্সের অস্ত্রের অভাব নেই৷ এক এমবাপে যেভাবে তাঁর গতি দিয়ে আর্জেন্টিনার প্রতিরক্ষা দেয়াল ভেঙে দিয়েছেন, তা উরুগুয়ের জন্য দুশ্চিন্তার কারণ হওয়ার কথা৷ তবে এমবাপে ছাড়াও ফ্রান্সে আছেন গ্রিজমান আর জিরু৷ ফলে কোয়ার্টারের প্রথম ম্যাচে তারকা স্ট্রাইকার আর তারকা ডিফেন্ডারদের প্রতিদ্বন্দ্বিতা দেখার জন্য দর্শকরা অপেক্ষায় থাকতে পারেন৷
এবার উল্টো দিক দিয়ে ভাবা যাক৷ মাঠের নীচের দিকে যেমন উরুগুয়ের শক্ত ডিফেন্স আছে, তেমনি তাদের আক্রমণভাগেও তারকার অভাব নেই৷ সেখানে আছেন কাভানি আর সুয়ারেজ৷ শেষ ষোলোর ম্যাচে এক কাভানিই দুই গোল করে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর বিশ্বকাপ স্বপ্ন শেষ করে দিয়েছেন৷ যদিও ম্যাচের শেষ দিকে ইনজুরি নিয়ে তাঁকে রোনাল্ডোর কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়তে হয়েছে৷ ফলে এখন শুক্রবারের ম্যাচে তিনি উপস্থিত থাকতে পারেন কিনা সেটা দেখার বিষয়৷
ব্রাজিল-বেলজিয়াম
রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জেতার স্বপ্নে বিভোর নেইমারবাহিনী৷ সেই সঙ্গে তারা গত বিশ্বকাপে জার্মানির বিপক্ষে ৭-১ গোলের লজ্জা মুছে ফেলতে তৎপর৷ দিন যত যাচ্ছে ততই শক্তিশালী হয়ে উঠছেব্রাজিল৷ প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করলেও পরের তিন ম্যাচে কস্টারিকা, সার্বিয়া ও মেক্সিকোর বিরুদ্ধে ২-০ গোলে জয় পেয়েছে৷ অর্থাৎ উরুগুয়ের মতোই ব্রাজিল মাত্র একটি গোল খেয়েছে৷ তাদের তারকা খেলোয়াড় নেইমারও শেষ ম্যাচে একটি গোল করার পাশাপাশি আরেকটি গোলের বল জোগান দিয়েছেন৷ ফলে বেলজিয়ামের মতো টিমের বিরুদ্ধে খেলার আগে কিছুটা ভারমুক্ত থাকতে পারছেন সেলেকাও সমর্থকরা৷
অন্যদিকে, এবারের বিশ্বকাপে উরুগুয়ে, ক্রোয়েশিয়া ছাড়া একমাত্র বেলজিয়ামই তাদের প্রথম চার ম্যাচ জিতেছে৷ যদিও শেষ ষোলোতে জাপানের বিরুদ্ধে জিততে কেভিন ডি ব্রুইনে, আজার ও লুকাকু বাহিনীকে যথেষ্ট বেগ পেতে হয়েছে৷ তবে বেলজিয়ামের এই দলকে দেশটির ‘সোনালি প্রজন্ম' বলা হচ্ছে৷ ফলে ব্রাজিলকে যে তারা সহজে ছেড়ে দেবে না তা বলাই যায়৷
ইংল্যান্ড-সুইডেন
ইতিহাস গড়ে কোয়ার্টারে এসেছেইংল্যান্ড৷ এবারের বিশ্বকাপের আগে তিনবার নকআউট পর্বে গিয়ে টাইব্রেকারের বাধা পেরোতে পারেনি ইংলিশরা৷ তবে মঙ্গলবার প্রথমবারের মতো কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারে জিতে কোয়ার্টারে পৌঁছেছে ১৯৬৬ সালের বিশ্বকাপজয়ী ইংল্যান্ড৷ এবারের বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেন খেলেন এই দলে৷ ফলে ১৯৯০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিতে যাওয়ার স্বপ্ন দেখছে তিন সিংহরা৷
তবে ইংলিশদের পথে বাধা হয়ে দাঁড়ানোর মতো যথেষ্ট কৌশল জানা আছে সুইডিশদের৷ জায়ান্টদের বিশ্বকাপ থেকে তাড়িয়ে দেয়ার রেকর্ডও তাদের ভালো৷ এবারের বিশ্বকাপের বাছাইপর্ব থেকে ডাচ আর ইটালীয়দের বিদায় করে দিয়েছে সুইডেন৷ আর বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির বিদায়েও কিছুটা অবদান আছে তাদের৷ এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে সেটি ইংলিশ সমর্থকদের দুঃস্বপ্নের কারণ হতে পারে৷
রাশিয়া-ক্রোয়েশিয়া
এবারের বিশ্বকাপে এই দুই দলের খেলাই সমর্থকদের অবাক করেছে৷ বিশেষ করে রাশিয়ার পারফর্ম্যান্স সবার প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে৷ প্রথম ম্যাচে তারা সৌদি আরবকে ৫-০ গোলে উড়িয়ে দেয়৷ পরের ম্যাচে মিশরের বিরুদ্ধে করেছে তিন গোল৷ শেষ ষোলোর খেলায় তারা টাইব্রেকারে স্পেনকে বিদায় করেছে৷ যদিও ঐ ম্যাচে তাদের বলের দখল ছিল মাত্র ২৬ শতাংশ৷
রাকিটিচ আর মডরিচের দল ক্রোয়েশিয়া গ্রুপ পর্বের ম্যাচে আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়েছে৷ বাকি দুই খেলায়ও তারা নাইজেরিয়া ও আইসল্যান্ডের বিরুদ্ধে জয় পেয়েছে৷ বিশেষ করে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আইসল্যান্ডের বিরুদ্ধে অপেক্ষাকৃত দূর্বল দল মাঠে নামিয়েও জয় পেয়েছে ক্রোয়েশিয়া৷ তবে শেষ ষোলোর ম্যাচে ডেনমার্কের বিরুদ্ধে জিততে তাদের ভাগ্যের সহায়তা নিতে হয়েছে৷ মূল খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে গিয়ে ক্রোয়াটদের জিততে হয়েছে৷
জেডএইচ/এসিবি (এএফপি, এপি)