1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
পরিবেশক্যানাডা

ক্যানাডার দাবানলের ধোঁয়ায় বিপর্যস্ত অ্যামেরিকা

৯ জুন ২০২৩

ভয়ংকর দাবানলের কবলে ক্যানাডা। দাবানল এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তার ধোঁয়ায় অ্যামেরিকা নাজেহাল। বহু বিমান বাতিল।

https://p.dw.com/p/4SMQr
ক্যানাডার দাবানলের ধোঁয়ায় নিউ ইয়র্কের অবস্থা।
ক্যানাডার দাবানলের ধোঁয়ায় নিউ ইয়র্কের অবস্থা।ছবি: Lokman Vural Elibol/picture alliance/AA

পূর্ব ক্যানাডায় প্রচুর দাবানল জ্বলছে। হাজার হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে। গত সপ্তাহান্তে ১৫০টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

দাবানলের ধোঁয়ায় আকাশ ছেয়ে গেছে। কয়েক হাজার কিলোমিটার দূরের আকাশও ধোঁয়ায় ভরে গেছে। সেই ধোঁয়া অ্যামেরিকার একটা বড় অংশের উপর চলে গেছে। অ্যামেরিকার বিভিন্ন জায়গায় বায়ুদূষণ অসম্ভব বেড়ে গেছে। বয়স্ক ও যাদের গুরুতর অসুখ আছে, তাদের সাবধানে থাকতে বলা হয়েছে। গর্ভবতীদের সাবধান করে দেয়া হয়েছে।

কিছুদিন ধরেই ক্যানাডা থেকে দাবানলের ধোঁয়া অ্যামেরিকা আসছিল। কিন্তু এখন কুইবেকে দাবানল থেকে যে ধোঁয়া ছড়াচ্ছে, তা খুবই ক্ষতিকর বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভানিয়া-সহ বিশাল এলাকায় ধোঁয়া ছড়িয়েছে। এখানে স্কুলগুলি অনলাইন ক্লাস শুরু করেছে।

নিউ ইয়র্কের ব্রুকলিন ব্রিজ ধোঁয়ায় ঢেকে গেছে।
নিউ ইয়র্কের ব্রুকলিন ব্রিজ ধোঁয়ায় ঢেকে গেছে। ছবি: Alyssa Goodman/AP/picture alliance

বৃহস্পতিবার অ্যামেরিকায় দুই হাজার ছয়শ বিমান এই ধোঁয়ার জন্য দেরিতে ছেড়েছে বা বাতিল হয়েছে।

নরওয়ের বিজ্ঞানীরা বলছেন, তাদের দেশেও এই ধোঁয়া আসতে পারে।

কেন এই অবস্থা?

সংবাদসংস্থা রয়টার্স জানাচ্ছে, দাবানল সাধারণত ক্যানাডার পশ্চিমদিকে হয়। এবার হয়েছে পূর্বদিকে। নোভা স্কটিয়া, কুইবেক, অন্টারিওতে দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এর ফলে অ্যামেরিকায় এত বিপুল পরিমাণ ধোঁয়া যাচ্ছে।

ক্যানাডায় দাবানল নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
ক্যানাডায় দাবানল নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ছবি: B.C. Wildfire Service via REUTERS

চলতি বছরে ক্যানাডায় ৩৩ লাখ হেক্টর জমিতে গাছপালা দাবানলের ফলে পুড়ে খাক হয়ে গেছে।

এখন শুধু কুইবেকেই ১৬০টি দাবানল জ্বলছে। দশ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যেতে হয়েছে।

ইইউ সাহায্যের হাত বাড়ালো

অ্যামেরিকা আগেই দাবানল নিয়ন্ত্রণ করার জন্য ক্যানাডার পাশে দাঁড়িয়েছে। এবার দাঁড়ালো ইইউ।

ফ্রান্স, পর্তুগালস, স্পেন দাবানল নিয়ন্ত্রণের চেষ্টায় সামিল হচ্ছে। ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডেয়ার লাইয়েন বলেছেন, ''ক্যানাডা আমাদের সাহায্য চেয়েছিল। আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি।''

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)