ক্যামেরার চোখে ২০১৮
কেমন ছিল ২০১৮? কোন ঘটনাগুলি সারা বিশ্বের সংবাদমাধ্যমের নজর কেড়েছে? এ বছরের উল্লেখযোগ্য মুহূর্তের কিছু ছবি নিয়ে এই ছবিঘর৷
বিধ্বংসী আগুন
জানুয়ারি মাসে কেনিয়ার রাজধানী নাইরোবির কিজিজি বস্তিতে আগুন লাগে৷ ছয় হাজারেরও বেশি মানুষ গৃহহারা হন, মারা যান অনেকে৷বিধ্বংসী এ আগুনের খবর ছড়িয়ে পড়ে সারা বিশ্বের সংবাদ মাধ্যমে৷
অ্যামেরিকায় নাৎসি
মার্কিন যুক্তরাষ্ট্রের শার্লটসভিলে বাড়ছে অতি-ডানপন্থি কার্যকলাপ৷ এমন প্রবণতাই ধরা পড়ে আগস্ট মাসে তোলা এই ছবিতে৷ সেখানকার নিও-নাৎসি সংগঠন ন্যাশনাল সোশালিস্ট মুভমেন্ট (এনএসএম)-এর সদস্যদের দেখা যাচ্ছে ওপরের ছবিতে৷
এত কাছে, তবু কত দূরে...
দুই কোরিয়ার সম্পর্ক আগের তুলনায় এখন অনেকটাই স্বাভাবিক৷ তবুও, উত্তর কোরিয়ার পরমাণু গবেষণা নিয়ে দক্ষিণ কোরিয়ার মাথাব্যথার শেষ নেই৷ অসামরিক অঞ্চলের সীমান্তের দুই দিক থেকে একে অপরের দিকে হাত বাড়াচ্ছেন উত্তর কোরিয়ার রাষ্ট্রনেতা কিম জং-উন ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি মুন জায়-ইন৷ ২০১৯-এ সম্পর্ক কি আরো উন্নত হবে?
বিশ্ব চ্যাম্পিয়ন!
২০১৮ সালের ফুটবল বিশ্বকাপ জেতার পর ফ্রান্স দলের উচ্ছ্বাসের একটি মুহূর্ত ধরা পড়েছে ওপরের ছবিতে৷
খরার কবলে জার্মানি
জার্মানিতে ২০১৮ সালের সবচেয়ে আলোচিত শব্দ ‘হাইস সাইট’, অর্থাৎ ‘উষ্ণ সময়’৷ এর কারণ হিসাবে বিজ্ঞানীরা বলছেন বাড়তে থাকা তাপমাত্রার কথা, যার ফলে জার্মানিতে একের পর এক নদী শুকিয়ে যাচ্ছে৷ ওপরের ছবিটি রাইন নদীর একটি অংশের৷
স্বস্তির আলিঙ্গন
ডেনমার্কে প্রকাশ্যে নিকাব পরার ওপর নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে নিকাব পরে পথে নামেন এক নারী৷ গ্রেপ্তার করার পরিবর্তে আরেক নারী পুলিশকর্মী তাঁকে জড়িয়ে ধরেন৷
তিনি একা...
আঙ্গেলা ম্যার্কেল’কে বাদ দিলে এ বছর পশ্চিমা দুনিয়ার অন্যতম আলোচিত নারী নেত্রী ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে৷ তাঁর নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়ন ছাড়তে চলেছে যুক্তরাজ্য৷
সুনামিতে তছনছ
এ বছর সেপ্টেম্বরে ভয়ানক সুনামিতে আক্রান্ত হয় ইন্দোনেশিয়া৷ প্রাণ হারান অন্তত ২,০০০ মানুষ৷ সুনামিতে সব হারিয়ে ফেলা এক মহিলাকে দেখা যাচ্ছে ওপরের ছবিতে৷ তাঁর শেষ সম্বল শুধুই পুতুল আর এক বালতি কাপড়৷
ফিলিস্তিন সরগরম
ইজরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্ব কোনো নতুন ঘটনা নয়৷ কিন্তু পশ্চিম তীরের পাশে নাবলুসের একটি স্কুল বন্ধ করে দেবার ফলে এ বছর নতুন করে দানা বাধে সংঘর্ষ৷ সামরিক বাহিনী ও সাধারণ জনতার পারস্পরিক ক্ষোভের একটি মুহূর্ত বন্দি করেছে ওপরের ছবিটি৷
গন্তব্য অ্যামেরিকা
এ বছরের অন্যতম আলোচিত খবর ছিল মধ্য আমেরিকা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পাড়ি দেওয়া লাখো শরণার্থীর ভিড়৷ স্থলপথে শুধু নয়, গুয়াতেমালা ও মেক্সিকো হয়ে বয়া সুচিয়াতে নদী দিয়েও শরণার্থীরা এসেছেন মার্কিন সীমান্তে৷
ট্রাম্প ও সংবাদমাধ্যম
নভেম্বর মাসের ছয় তারিখ খবরের শিরোনামে উঠে আসেন মার্কিন সংবাদসংস্থা সিএনএন-এর সাংবাদিক জিম আকোস্টা৷ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাথে বাকবিতণ্ডার ফলে সাময়িকভাবে আকোস্টার ‘হোয়াইট হাউস পাস’ বাতিল হলেও পরে তা আবার চালু করা হয়৷ এই প্রেক্ষিতে নতুন করে আলোচনায় উঠে আসে বর্তমান অ্যামেরিকায় সংবাদমাধ্যমের স্বাধীনতার বিষয়টি৷
স্বর্গে হুলস্থুল!
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানলে পুড়ে ছাই হয়ে যায় গোটা প্যারাডাইস শহর৷ ভয়াবহ এই দাবানলের কোপে ব্যাপক সম্পদের ক্ষতির পাশাপাশি প্রাণ হারান ৮৫জন৷
ইয়েমেনে বিপন্ন মানবতা
২০১৪ সাল থেকেই ইয়েমেনে যুদ্ধ চলছে৷ কিন্তু ২০১৮ সালে এই যুদ্ধের ফলে দেখা দেয় দুর্ভিক্ষ৷ গবেষণায় জানা গেছে, বর্তমানে ইয়েমেনে প্রতি দশ মিনিটে ক্ষুধার কারণে মারা যায় একটি শিশু৷ নতুন বছরে কি আদৌ এই সমস্যার সমাধান সম্ভব?
সব শেষ?
দীর্ঘ ১৮ বছর ধরে তাঁর দল খ্রিষ্টীয় গণতন্ত্রী পার্টি, অর্থাৎ সিডিইউ’র ভার সামলেছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ ২০১৮ সালে এসে এদায়িত্ব তুলে দিতে হলো আনেগ্রেট ক্রাম্প-কারেনবাওয়ারের হাতে৷ তবে কি আগামী দিনে রাষ্ট্রের ভারও নতুন হাতে যাবে?
রাজপথে ইউরোপের জনতা
২০১৮ সালে বিশ্বের অন্যান্য প্রান্তে ঘটেছে প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধের মতো ঘটনা৷ কিন্তু ইউরোপে এসব না ঘটলেও জনতার মধ্যে রয়েছে বেতনবৃদ্ধি, মূল্যবৃদ্ধি ও কমতে থাকা পেনশন ইত্যাদি বিষয়ে ক্ষোভ৷ এই দাবিগুলি ঘিরেই এ বছর একাধিকবার পথে নেমেছেন জার্মানি, ফ্রান্স ও বেলজিয়ামের নাগরিকেরা৷ ইউরোপের রাজপথের চিত্র, তা এখনই বলা যাচ্ছে না৷