1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ক্ষমতার বিনিময়ে অপরাধ ক্ষমার প্রস্তাব পেয়েছিল বিএনপি'

২৯ এপ্রিল ২০২২

২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের ‘‘অপকর্মের'' বৈধতা দিতে রাজি হওয়ায় আওয়ামী লীগ পরবর্তীতে ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক৷

https://p.dw.com/p/4Adp5
ছবি: DW

এমন প্রস্তাবে রাজি না হওয়ায় বিএনপি ক্ষমতায় আসেনি বলেও মন্তব্য করেন তিনি৷

‘‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়'' টকশোতে আলোচনার বিষয় ছিল '‘শেখ হাসিনার অধীনে বিএনপির নির্বাচনে যাওয়ার কি উপায় আছে?'' এই বিষয় নিয়ে আলোচনায় জয়নুল আবেদিন ফারুক এর সঙ্গে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান৷

অনুষ্ঠানের শুরুতেই এক প্রশ্নের উত্তরে ‘‘বিএনপি সন্ত্রাসের রাজনীতি করে বলেই জনগণ দলটির আন্দোলনে সাড়া দেয় না,'' এমন অভিযোগ করেন শাজাহান খান৷ তিনি বলেন, ‘‘বিএনপি এবং আওয়ামী লীগের গণআন্দোলনের পার্থক্য এ জায়গায়, ১৯৯৬ সালে আওয়ামী লীগ যে আন্দোলন করেছিল সেটি ছিল জনগণকে সাথে নিয়ে৷ কোনো ধরনের সন্ত্রাস সৃষ্টি হয়নি, বোমাবাজি হয়নি, মানুষ খুন হয়নি৷ কিন্তু শেখ হাসিনার সরকারকে উৎখাতের জন্য বেগম জিয়ার নেতৃত্বে বিএনপি-জামায়াত তারা পেট্রোল বোমা দিয়ে মানুষ খুন করেছে৷''

এই অভিযোগের উত্তর দিতে গিয়ে ফারুক বলেন, ‘‘২০০৬ সালে সরকারবিরোধী আন্দোলনে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ মারার কথা মানুষ ভোলেনি৷''

২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গ টানেন জয়নুল আবেদিন ফারুক৷ সেসময় বিএনপির কাছেও তত্ত্বাবধায়ক সরকারের অপরাধ ক্ষমার প্রস্তাব এসেছিল বলে জানান তিনি৷ ফারুক বলেন, ‘‘২০০৮ সালে আপনারা মইন ইউ আহমেদের অকাজগুলো, অপক্রমগুলোর বৈধতা দিয়েছেন বিধায় আপনারা ক্ষমতায় এসেছেন৷ আমাদের কাছে প্রস্তাব এসেছিল, আমরা যা করবো তা আপনারা মেনে নিবেন কিনা যদি ক্ষমতায় যান৷ সেদিন স্পষ্ট বলে দেয়া হয়েছে৷''

আওয়ামী লীগ কেন জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করতে পারছে না বা করছে না, এ প্রশ্নও তোলেন জয়নুল আবেদিন ফারুক৷

এডিকে/এআই