খালেদার সঙ্গে বৈঠক বাতিল
২৭ মে ২০১৩রবিবার ঢাকায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারি সংলাপে অংশ নিতে বাংলাদেশে আসেন মার্কিন পররষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েল্ডি আর শারমেন৷ সংলাপের দিনই প্রধান বিরোধী দল বিএনপিসহ ১৮ দল সকাল-সন্ধ্যা হরতাল পালন করে৷ ঢাকায় মার্কিন দূতাবাস জানায় যে, এর ফলে শারমেনকে তাঁর সফর সূচিতে অনেক পরিবর্তন আনতে হয়৷ এ কারণেই তিনি সোমবার খালেদা জিয়ার সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করেন৷ অথচ বিকেলে তিনি বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে৷ উল্লেখ্য, এর আগে গত মার্চ মাসে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ঢাকা সফরের সময় হরতালের কারণে তাঁর সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করেছিলেন খালেদা৷
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে শারমেন এক সংবাদ সম্মেলেনে তাঁর ঢাকা সফরের প্রথম দিনেই বিরোধী দল হরতাল দেয়ায় বিস্ময় প্রকাশ করেন৷ বলেন, হরতালের কারণে সফরসূচিতে বিভ্রাট ঘটায় তিনি রিরোধী দলীয় নেত্রীর সঙ্গে দেখা করতে পারলেন না৷ তবে আশা করেন ভবিষ্যতে দেখা হবে৷ তিনি বলেন, বাংলাদেশে হরতালসহ যে ধ্বংসাত্মক রাজনীতি চলছে তাতে বাংলাদেশের ধারেবাহিক সাফল্য ধরে রাখা যাবে কিনা – তা নিয়ে সংশয় আছে৷ তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে নির্বাচনপূর্ব সহিংসা বলে উল্লেখ করেন৷ তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য এসব সহিংসতা বন্ধ করে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে৷
বাংলাদেশে সহিংসতা এবং বার বার হরতালের পরও বিনিয়োগকারীদের বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে না নিতে অনুরোধ জানিয়েছেন শারমেন৷ তিনি জানান, বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র৷ এখান থেকে মুখ ফিরিয়ে নেয়া কোনো সমাধান নয়৷
তিনি বলেন, তবে এই সংহিসতা বাংলাদেশের অর্থনৈতিক গতিকে স্লথ করে দিচ্ছে৷ তাঁর মতে, মত প্রকাশের স্বাধীনতা কখনো সহিংসতা হতে পারেনা৷ আর মত প্রকাশকে কোনোভাবেই বাধাগ্রস্ত করা যাবে না৷
শারমেন জানান, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারি সংলাপে টিকফা নিয়ে আলোচনা হয়েছে৷ তবে টিকফা চুক্তি কবে নাগাদ সই হতে পারে, তা জানাতে পারেননি তিনি৷ তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা নিয়ে আগামী মাসে সিদ্ধান্ত হতে পারে৷ অবশ্য তৈরি পোশাক এই সুবিধা পাবে কিনা সে ব্যাপারে আগাম কিছু বলেননি তিনি৷ তবে তিনি বাংলাদেশের পোশাক কারখানায় কাজের পরিবেশের উন্নয়ন এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান৷ তিনি জানান, যুক্তরাষ্ট্র সরকার এবং সেখানকার ক্রেতারা শ্রম আইন, শ্রমিক অধিকারকে গুরুত্ব দেয়৷