খেলনার পিস্তল হাতে নিয়ে মরল কৃষ্ণাঙ্গ কিশোর
২৫ নভেম্বর ২০১৪তামির রাইস দৃশ্যত একটি ছোটদের খেলার জায়গায় খেলতে গিয়েছিল তার খেলনার অস্ত্রটি নিয়ে৷ বার বার সেটা হাতে নিয়ে লোকজনকে ভয়ও দেখাচ্ছিল৷ উপস্থিত জনতার মধ্যে কেউ একজন পুলিশকে ফোন করে সে'কথা জানান, এমনকি এ-ও বলেন যে, পিস্তলটা ‘‘সম্ভবত মেকি''৷ দুর্ভাগ্যক্রমে যে দু'জন পুলিশ অফিসারকে অকুস্থলে পাঠানো হয়, তাদের ঐ মেকি পিস্তলের কথাটাই জানানো হয়নি৷ তার ওপর আবার এ ধরনের খেলনার বন্দুক-পিস্তলের নলের উপর যে কমলা রঙের নিরাপত্তা চিহ্নটি লাগানো থাকে, তামিরের খেলার পিস্তলটিতে তা-ও ছিল না৷
যে দু'জন পুলিশ অফিসার একটি সিটি রিক্রিয়েশন সেন্টারের বাইরে ছোটদের খেলার জায়গাটিতে গিয়ে পৌঁছান, তারা দেখেন যে, পিস্তলটি একটি টেবিল কিংবা বেঞ্চের উপর রাখা রয়েছে৷ পুলিশকে দেখে তামির সেটিকে নিজের বেল্টে ঢোকায়, কিন্তু পরে পুলিশ তাকে হাত তুলতে বললে, তামির বেল্ট থেকে সেই খেলনার পিস্তল বার করে – যদিও তামির সেই পিস্তল পুলিশের দিকে তাক করেনি, এমকি কিছু বলেনি পর্যন্ত৷ তখন একজন অফিসার তার দিকে গুলি চালান৷ এটা ছিল শনিবারের ঘটনা৷ রবিবার সকালে তামির হাসপাতালে মারা যায়৷
স্থানীয় পুলিশ ডিপার্টমেন্ট ভিডিও ও অপরাপর সাক্ষ্য-সাবুদ সংগ্রহ করেছে এবং সরকারি কৌঁসুলির কাছে পেশ করবে, বলে জানিয়েছে৷ অতঃপর সরকারি কৌঁসুলির দপ্তর সেই সব সাক্ষ্য-প্রমাণ গ্র্যান্ড জুরির কাছে দাখিল করতে পারে৷ তা থেকে নির্ধারণ করা হবে, পুলিশ অফিসারটি সঙ্গত কারণে, না অসঙ্গতভাবে বলপ্রয়োগ করেছিলেন৷ তামির রাইস-এর পরিবারবর্গের অ্যাটর্নি কিন্তু জানিয়েছেন যে, তারা ব্যক্তিগতভাবে ঘটনার তদন্ত করে দেখবেন৷
অপরদিকে স্টেট রিপ্রেজেন্টেটিভ, সিনসিন্যাটি-র অ্যালিসিয়া রিস রবিবারেই ঘোষণা করেছেন যে, তিনি ওহাইও রাজ্যে যতো বিবি গান, এয়ার রাইফেল এবং এয়ারসফ্ট গান বিক্রি হবে, সেগুলো যা-তে চোথে পড়ার মতো রঙচঙে হয় বা তা-তে ফ্লুওরেসেন্ট স্ট্রিপ লাগানো থাকে, সেজন্য বিল আনবেন৷ ক্যালিফর্নিয়ায় ইতিমধ্যেই এ রকম একটি বিল পাস করা হয়েছে৷
কিন্তু সব সত্ত্বেও – বিশেষ করে গত আগস্ট মাসে মিসুরি রাজ্যের ফার্গুসন শহরে এক নিরস্ত্র কৃষ্ণাঙ্গ কিশোর পুলিশের গুলিতে নিহত হওয়ার পর – তামির রাইস-এর মৃত্যু যুক্তরাষ্ট্রে জাতিবৈষম্যগত উত্তেজনা বাড়াবে বৈ কমাবে না৷
এসি/ডিজি (এপি, ডিপিএ)